রোববার ১৩ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২
ডাকাত দলের তিন মিনিটের মিশন
চৌদ্দগ্রামে স্বর্ণ দোকানে ডাকাতি নিরাপদে যাতায়াতেগাড়িতে ব্যবহৃত হয় ভুয়া নম্বর প্লেট
মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৪২ এএম আপডেট: ১০.০২.২০২৫ ২:২১ এএম |





 ডাকাত দলের তিন মিনিটের মিশন কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার প্রীতি জুয়েলার্স নামের স্বর্ণের দোকানে মাত্র তিন মিনিটের মধ্যে ডাকাতির মিশন শেষ করে সংঘবদ্ধ চক্র। স্বর্ণালঙ্কার লুট শেষে নিরাপদে চলে যাওয়ার জন্য মাইক্রোবাসে ব্যবহৃত হয় ভুয়া নাম্বার প্লেট। রোববার এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। 
তিনি জানান, শনিবার রাত আটটার কিছুক্ষণ আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত মিয়াবাজার মসজিদ মার্কেটের প্রীতি জুয়েলার্স স্বর্ণের দোকানে ৯জন সশস্ত্র ডাকাত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতির ঘটনা সংঘটিত করে। এশার নামাজের জামাত চলাকালীন মার্কেটের অধিকাংশ দোকানদার নামাজে থাকার সুযোগে ডাকাত দল পর্যায়ক্রমে স্বর্ণের দোকানে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে অনুমান ২-৩ মিনিটের মধ্যে ডাকাতির ঘটনা সম্পন্ন করে স্থান ত্যাগ করে। ডাকাতরা দুটি মাইক্রোযোগে এসে পর্যায়ক্রমে মার্কেটের দুটি প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে। এ সময় ডাকাতদল দোকানের ভিতরে থাকা পলাশ চন্দ্র দত্তকে পিস্তল ঠেকিয়ে ডাকাতি শেষে মার্কেটের পিছনের দক্ষিণ গেট দিয়ে বের হয়ে গুলি ও ককটেলের বিস্ফোরন ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে চলে যায়। ডাকাতরা মার্কেট থেকে বের হওয়াকালীন বিসমিল্লাহ টেলিকমের মোশারফ হোসেন নামের অপর একজন দোকানদার ডাকাতির বিষয়টি বুঝতে পেরে গেইট বন্ধ করতে গেলে ডাকাতরা তাকেগুলি করে গুরুতর জখম করে। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে  পৌঁছে স্থানীয় জনগণের সহায়তায় ডাকাত দলের সক্রিয় সদস্য ঢাকার উত্তর খান থানার চানপাড়া গ্রামের কাওছার আহমেদকে আটক করে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস(ঢাকা মেট্রো-চ-১৩-২৯০২) মহাসড়কের উপর ফেলে গেলে তা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। মাইক্রোবাসের ভিতর প্রীতি জুয়েলার্স হতে লুন্ঠিত একটি স্বর্ণের মোটা চেইন, একটি চিকন চেইন, দুইটি কানের দুল, দুইটি হাতের বালা, পাঁচটি তিলক, পাঁচটি নাক ফুল, কয়েকটি জুয়েলারী খালী বক্স এবং ডাকাতদের ব্যবহৃত দুইটি চাপাতি, চার রাউন্ড গুলিসহ একটি পিস্তলের ম্যাগজিন এবং ‘ভূঁয়া দুইটি গাড়ীর নাম্বার প্লেট’ উদ্ধার করা হয়। 
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মোঃ খাইরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আটককৃত ডাকাত দলের সদস্যকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। 
প্রীত জুয়েলার্সের প্রোপাইটর রবীন্দ্র দত্ত বলেন, ভাতিজা পলাশ দত্তকে দোকানে পিস্তল ঠেকিয়ে সংঘবদ্ধ ডাকাতদল স্বর্ণালঙ্কার নিয়ে যায়। একজন ডাকাতকে জনতা আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। পুরো দোকানের হিসেবে অনুযায়ী ২৫ ভরি ১০ আনা স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে ডাকাতদল। 
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘ডাকাতির ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে মামলা দায়ের করেছে। ঘটনার সাথে জড়িত ডাকাতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’। 
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা শহর বিএনপির নেতা আইনজীবী আতিকুল ইসলামের ইন্তেকাল
কুমিল্লায় ওয়ার্ড আ.লীগ সভাপতি আব্দুল হামিদকে মারধর করে পুলিশে সোপর্দ
কুমিল্লা অঞ্চলে ৫ বছরে বন্ধ হলো আঠারো জোড়া ট্রেন
কুমিল্লায় ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় ওয়ার্ড আ.লীগ সভাপতি আব্দুল হামিদকে মারধর করে পুলিশে সোপর্দ
শিক্ষা-সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম’-এর দেবিদ্বার উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত
ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিবের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
কুমিল্লায় হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
কুমিল্লা অঞ্চলে ৫ বছরে বন্ধ হলো আঠারো জোড়া ট্রেন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২