শনিবার ৩১ জানুয়ারি ২০২৬
১৮ মাঘ ১৪৩২
বাংলাদেশ স্টীল রি-রোলিং মিল্স লিমিটেড বিএসআরএম স্টিল্স লিমিটেডের অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর ওয়েব বেইসড সভা
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫০ এএম আপডেট: ০৭.০২.২০২৫ ২:১২ এএম |

  বাংলাদেশ স্টীল রি-রোলিং মিল্স লিমিটেড  বিএসআরএম স্টিল্স লিমিটেডের অর্ধ বার্ষিক  আর্থিক প্রতিবেদনের উপর ওয়েব বেইসড সভা

বাংলাদেশ স্টীল রি-রোলিং মিল্স লিমিটেড এবং বিএসআরএম স্টিল্স লিমিটেড এর অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর একটি ওয়েব বেইসড সভা গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিএসইসি এর গাইডলাইন অনুসারে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানীর চেয়ারম্যান জনাব আলী হোসেন আকবরআলী এফসিএ উক্ত সভায় সভাপতিত্ব করেন। সম্মানিত সভাপতি তাঁর স্বাগত বক্তব্যে আলোচ্য অর্ধ বার্ষিক সময়ে কোম্পানীর আর্থিক প্রতিবেদনের বিভিন্ন গুরুত্তপূর্ণ বিষয় তুলে ধরার পাশাপাশি বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং ব্যবসা বাণিজ্যে এর প্রভাব সম্পর্কে আলোচনা করেন। তিনি কোম্পানীর ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ও সম্ভাবনা সম্পর্কে সভায় উপস্থিত সকলকে আশাবাদী করেন। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে কোম্পানীর সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান। সভায় কোম্পানীর সম্মানিত সিএফওগণ কোম্পানীদ্বয়ের অর্ধ-বার্ষিকি প্রতিবেদন তুলে ধরেন। কোম্পানীর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব আমীর আলীহোসেন তাঁর মূল্যবান বক্তব্যে কোম্পানীর বিভিন্ন গুরুত্তপূর্ণ বিষয় সম্পর্কে শেয়ারহোল্ডাদের অবহিত করেন। শেয়ারহোল্ডারগণ তাঁদের কাছে প্রেরিত আইডি দিয়ে ওয়েব লিংকে প্রবেশ করে উক্ত বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন। সভায় শেয়ারহোল্ডারগণ উক্ত অর্ধ-বার্ষিকি প্রতিবেদন সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন করেন এবং সম্মানিত কোম্পানী সচিব তাঁদের প্রশ্নের উত্তর প্রদান করেন। এছাড়াও শেয়ারহোল্ডারগণ তাঁদের মূল্যবান মন্তব্যে কোম্পানীর পরিচালকমন্ডলী এবং ব্যবস্থাপনার প্রতি গভীর আস্থা, বিশ্বাস ও নির্ভরতার কথা পুনঃ ব্যক্ত করেন। কোম্পানীর সুযোগ্য ভবিষ্যৎ প্রজন্ম জনাব আবদুল কাদির জোহাইর উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে তাঁর বক্তব্যের মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। উক্ত ভারচুয়াল সভায় কেম্পানীর ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকমন্ডলী, কোম্পানী সচিব সহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার যোগদান করেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী জব ফেয়ার
ক্ষমতায় গেলে কুমিল্লার নামেই বিভাগ করবো
১১ দলীয় জোটের গণজোয়ার দেখে অনেকে দিশেহারা
গোমতির উত্তরেও কুমিল্লা শহর সম্প্রসারণ হবে
চাঁদাবাজ-মাদককারবারীদের ঘুম হারাম করে দেব : হাসনাত আব্দুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা-১০ ও ৪ আসন বিএনপির ৩ প্রার্থীর প্রার্থিতা বিষয়ে সিদ্ধান্ত জানা যেতে পারে রোববার
আজ কুমিল্লায় আসছেন জামায়াত আমীর
১১ দলীয় জোটের গণজোয়ার দেখে অনেকে দিশেহারা
গোমতির উত্তরেও কুমিল্লা শহর সম্প্রসারণ হবে
ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২