শনিবার ৩১ জানুয়ারি ২০২৬
১৮ মাঘ ১৪৩২
একদিনে পড়ল ১৯ উইকেট, ক্যারিবীয়দের বিপক্ষে পাকিস্তানের লিড
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১:১০ এএম আপডেট: ১৯.০১.২০২৫ ২:১৪ এএম |


 একদিনে পড়ল ১৯ উইকেট, ক্যারিবীয়দের বিপক্ষে পাকিস্তানের লিড
দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তানে সফর করছে ওয়েস্ট ইন্ডিজ। দুই টেস্টের এই সিরিজ যে মুলতানের স্পিন স্বর্গে হতে পারে সেটি আগেই জানা ছিল। আজ (শনিবার) প্রথম টেস্টের দ্বিতীয় দিনে তারই প্রতিফলন দেখা গেছে। কুয়াশাচ্ছন্ন প্রথমদিনে খেলা হয়েছিল মাত্র ৪১.৩ ওভার। আলোকস্বল্পতায় কিছুটা আগেভাগে ৮৩ ওভারেই শেষ হয়েছে দ্বিতীয়দিনও। ১৯ উইকেট পতনের এই দিনে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২০২ রানের লিড নিয়েছে।
আগের দিন খেলা শেষ হওয়ার আগে শান মাসুদের দল ৪ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করেছিল। বিপর্যয়ে পড়ার আগে স্বাগতিক পাকিস্তানের পুঁজি বাড়িয়েছেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান (১৪১ রান) জুটি। শেষদিকে ৪৩ রানেই ৬ উইকেট হারিয়ে তারা গুটিয়ে যায় ২৩০ রানে। এরপর সফরকারী উইন্ডিজরা সাজিদ খান ও নোমান আলির ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি। ১৩৭ রানেই প্রথম ইনিংসে অলআউট তারা। ৯৩ রানের লিড নেওয়া পাকিস্তান দিন শেষ হওয়ার আগে ৩ উইকেটে ১০৯ রান তুলেছে।
দিনের শুরুতে আজ শাকিল-রিজওয়ান জুটি বড় রানের আশা দেখাচ্ছিল। দলীয় ১৮৭ রানে শাকিল আউট হতেই আর ৪৩ রান যোগ করতে পেরেছিল পাকিস্তান। মূলত এই দুজন বাদে আর কোনো ব্যাটারই স্বাগতিকদের হাল ধরতে পারেননি। শাকিল ৮৪ এবং রিজওয়ান করেছেন ৭১ রান। এর বাইরে অধিনায়ক মাসুদের ১১ এবং শেষদিকে সাজিদ খানের ১৮ ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি। বিপরীতে প্রথম ইনিংসে ক্যারিবীয়দের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন জেইডেন সিলস ও জোমেল ওয়ারিকান।
ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসের শুরু থেকেই পাক স্পিনারদের সামনে ধুঁকেছে। তাদের রানই এসেছে মূলত টেলএন্ডারের ব্যাটে। দলীয় ১০ রানে পরপর দুই উইকেট হারানো ক্যারিবীয়রা মূলত যাওয়া-আসার মিছিল করেছে। ফলে মাত্র ২৫.২ ওভার টিকেটে সফরকারীদের ইনিংস। প্রথম সাত ব্যাটারের মধ্যে মাত্র একজনই (কার্লোস ব্রাফেট ১১ রান) দুই অঙ্কের রান করেছেন। অথচ তাদের শেষ চার ব্যাটারই পৌঁছান দুই অঙ্কে। ওয়ারিকান ২৪ বলে ৩১, সিলস ৩ ছক্কায় ২২ ও গুদাকেশ মোতি ১৯ রান করেছেন।
অবাক করা বিষয়– ওয়েস্ট ইন্ডিজের প্রথম ৪টি উইকেটই গেছে সাজিদ খানের পকেটে। পরবর্তী ৫ উইকেট নোমান আলি এবং আবরার আহমেদের শিকার ১ উইকেট। এই ইনিংসে পাকিস্তানের পক্ষে পেসার খুররাম শেহজাদ মাত্র এক ওভার করেছেন। ইতিহাসে এবার প্রথম পাকিস্তানের মাটিতে টেস্টের একদিনে ১৯ উইকেট পড়েছে।
৯৩ রানে এগিয়ে থেকে বিকেলে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে পাকিস্তান। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা অভিষিক্ত মোহাম্মদ হুরাইরা প্রথম ইনিংসে করেন মাত্র ৬ রান। দ্বিতীয় ইনিংসে তিনি আজ আউট হয়েছেন ব্যক্তিগত ৩৬ রানে। ৫ রানে আউট হয়েছেন বাবর আজমও। দুজনকেই ফিরিয়েছেন ওয়ারিকান। ব্যক্তিগত ফিফটি (৫২) পূর্ণ করে শান মাসুদ রানআউটের ফাঁদে পড়েন। দিনশেষে কামরান গুলাম ও শাকিল অপরাজিত আছেন।
 


 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ক্ষমতায় গেলে কুমিল্লার নামেই বিভাগ করবো
১১ দলীয় জোটের গণজোয়ার দেখে অনেকে দিশেহারা
গোমতির উত্তরেও কুমিল্লা শহর সম্প্রসারণ হবে
চাঁদাবাজ-মাদককারবারীদের ঘুম হারাম করে দেব : হাসনাত আব্দুল্লাহ
চৌদ্দগ্রামে যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা-১০ ও ৪ আসন বিএনপির ৩ প্রার্থীর প্রার্থিতা বিষয়ে সিদ্ধান্ত জানা যেতে পারে রোববার
আজ কুমিল্লায় আসছেন জামায়াত আমীর
কুমিল্লা-৯ আসনে ধানের শীষকে সমর্থন দিয়ে বিদ্রোহীর সরে যাওয়ার ঘোষণা
লাখো জনতার ঐতিহাসিক জনসভা হবে টাউন হল মাঠে-দ্বীন মোহাম্মদ
কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২