শনিবার ৩১ জানুয়ারি ২০২৬
১৮ মাঘ ১৪৩২
ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১:২৬ এএম আপডেট: ৩১.০১.২০২৬ ২:০৯ এএম |


 ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের আগে বাংলাদেশ দলের ব্রিটিশ হেড কোচ পিটার বাটলার গেছেন সাফ অ-১৯ টুর্নামেন্টে। যা নিয়ে ফুটবলাঙ্গনে রীতিমতো সমালোচনা চলছে।
এশিয়া কাপের জন্য যখন ঢাকায় ক্যাম্প শুরু হয়েছে, তখন বাটলার নেপালে। বাফুফে তাকে পাঠিয়েছে নাকি তিনি স্বেচ্ছায় গেছেন, সেটা এখনও স্পষ্ট নয়। তবে আজ পোখরায় টুর্নামেন্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাটলার তার লক্ষ্য সম্পর্কে বলেছেন।
চার দলের টুর্নামেন্টে ট্রফি নয়, বরং সামনের বড় টুর্নামেন্টের ফুটবলার খুঁজছেন বাটলার। তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া আমরা জন্য গুরুত্বপূর্ণ বা মুখ্য উদ্দেশ্য নয়; আমি এই টুর্নামেন্টের মাধ্যমে সামনে জাতীয় দল ও এএফসি অ-২০ দলের খেলোয়াড় সন্ধান করব। যারা সামনে বড় মঞ্চে খেলতে পারে।’
এরপর তিনি নিজের গতানুগতিক যৌক্তিকতা তুলে ধরে বলেন, ‘গত প্রায় ২ বছর ধরে আমি যেটা চেষ্টা করছি, সেটা হলো বাংলাদেশের ফুটবলের উন্নয়ন। এটা উন্নয়নের অন্যতম মাধ্যম ও পর্যায়।’
বাংলাদেশ অ-১৯ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস অবশ্য ফাইনাল খেলার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ ভালো করে ফাইনাল খেলতে চাই।’
বাংলাদেশ অ-১৯ দল আজই প্রথম অনুশীলন করেছে। ঢাকায় নারী ফুটবল লিগের মাঝপথে অ-১৯ দল গঠন করা হয়েছে। গত পরশু কাঠমান্ডু যাওয়ার পর গতকাল পোখরায় পৌছায়। ফ্লাইট বিড়ম্বনায় কাল অনুশীলন হয়নি। আগামীকাল বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ভুটানের বিপক্ষে। ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল প্রত্যেকে তিনটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই পয়েন্টধারী দল ৭ ফেব্রুয়ারী ফাইনাল খেলবে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ক্ষমতায় গেলে কুমিল্লার নামেই বিভাগ করবো
১১ দলীয় জোটের গণজোয়ার দেখে অনেকে দিশেহারা
গোমতির উত্তরেও কুমিল্লা শহর সম্প্রসারণ হবে
চাঁদাবাজ-মাদককারবারীদের ঘুম হারাম করে দেব : হাসনাত আব্দুল্লাহ
চৌদ্দগ্রামে যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা-১০ ও ৪ আসন বিএনপির ৩ প্রার্থীর প্রার্থিতা বিষয়ে সিদ্ধান্ত জানা যেতে পারে রোববার
আজ কুমিল্লায় আসছেন জামায়াত আমীর
কুমিল্লা-৯ আসনে ধানের শীষকে সমর্থন দিয়ে বিদ্রোহীর সরে যাওয়ার ঘোষণা
লাখো জনতার ঐতিহাসিক জনসভা হবে টাউন হল মাঠে-দ্বীন মোহাম্মদ
কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২