শনিবার ৩১ জানুয়ারি ২০২৬
১৮ মাঘ ১৪৩২
ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়ার আপত্তি :
ভারতে বিশ্বকাপ ঘিরে নতুন অনিশ্চয়তা
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১:২৩ এএম আপডেট: ৩১.০১.২০২৬ ২:০৯ এএম |

ভারতে বিশ্বকাপ ঘিরে নতুন অনিশ্চয়তাভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে, যার মূলে রয়েছে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব। ইংল্যান্ডের আপত্তির পর এখন অস্ট্রেলিয়াও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যা টুর্নামেন্ট আয়োজন নিয়ে নতুন প্রশ্ন তুলছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিএনএন এইচডি জানিয়েছে, ভারতীয় মাটিতে বিশ্বকাপ অংশগ্রহণের বিষয়ে ইংল্যান্ড ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের আপত্তির কথা জানিয়েছে। নিপাহ ভাইরাসের সংক্রমণের ঝুঁকিকেই এই অবস্থানের প্রাথমিক কারণ হিসেবে দেখছে দেশটি।
এদিকে, অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানিয়েছেন যে তারা নিপাহ ভাইরাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এক বিবৃতিতে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, অসুস্থ যাত্রীদের জন্য বিদ্যমান স্বাস্থ্যবিধি পরিবর্তনের তাৎক্ষণিক প্রয়োজন না থাকলেও দেশ উচ্চ সতর্কতায় রয়েছে। এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হলেও অস্ট্রেলিয়ার বিমানবন্দরগুলোতে এখনও অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হয়নি।
আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, নিপাহ ভাইরাস করোনাভাইরাসের চেয়েও বেশি প্রাণঘাতী হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, নিপাহ আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল স্বাস্থ্যকর্মীদের মাস্ক, গগলস এবং পিপিই ব্যবহারের কঠোর নির্দেশনা জারি করেছে।
এই প্রেক্ষাপটে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক পর্যায়ে নিপাহ ভাইরাসের ঝুঁকি নিয়ে আলোচনা জোরালো হওয়ায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যেও সতর্কতা বৃদ্ধি পাচ্ছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম আরও জানিয়েছে যে, ইংল্যান্ডের অবস্থানের পর ইউরোপের আরও বেশ কয়েকটি দেশ ভারতে খেলতে অনিচ্ছা প্রকাশ করছে। পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ২০ দলের এই বিশ্বকাপের মোট ৫৫টি ম্যাচের মধ্যে ২০টি শ্রীলঙ্কায় এবং বাকি ৩৫টি ভারতে হওয়ার কথা ছিল।
তবে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা আইসিসি-র জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। কারণ, এর আগে নিরাপত্তার কারণে ভেন্যু পরিবর্তনের জন্য বাংলাদেশের অনুরোধ আইসিসি প্রত্যাখ্যান করেছিল, যা বর্তমান পরিস্থিতিতে নতুন জটিলতা তৈরি করছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ক্ষমতায় গেলে কুমিল্লার নামেই বিভাগ করবো
১১ দলীয় জোটের গণজোয়ার দেখে অনেকে দিশেহারা
গোমতির উত্তরেও কুমিল্লা শহর সম্প্রসারণ হবে
চাঁদাবাজ-মাদককারবারীদের ঘুম হারাম করে দেব : হাসনাত আব্দুল্লাহ
চৌদ্দগ্রামে যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা-১০ ও ৪ আসন বিএনপির ৩ প্রার্থীর প্রার্থিতা বিষয়ে সিদ্ধান্ত জানা যেতে পারে রোববার
আজ কুমিল্লায় আসছেন জামায়াত আমীর
কুমিল্লা-৯ আসনে ধানের শীষকে সমর্থন দিয়ে বিদ্রোহীর সরে যাওয়ার ঘোষণা
লাখো জনতার ঐতিহাসিক জনসভা হবে টাউন হল মাঠে-দ্বীন মোহাম্মদ
কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২