শনিবার ৩১ জানুয়ারি ২০২৬
১৮ মাঘ ১৪৩২
স্কটল্যান্ডকে উড়িয়ে ছয়ে ছয় বাংলাদেশ
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১:২৬ এএম আপডেট: ৩১.০১.২০২৬ ২:০৯ এএম |






 স্কটল্যান্ডকে উড়িয়ে ছয়ে ছয় বাংলাদেশ

বিশ্বকাপের আগে নিজেদের সামর্থ্যের বার্তা আরও জোরালোভাবে পৌঁছে দিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
শুক্রবার (৩০ জানুয়ারি) নেপালের কীর্তিপুরে সুপার সিক্স পর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে একচেটিয়া আধিপত্য দেখিয়ে ৯০ রানের বিশাল জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। যা এবারের বাছাইপর্বে বাংলাদেশের টানা ষষ্ঠ জয়।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক মানসিকতায় খেলতে থাকা ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস গড়ে তোলেন শক্ত ভিত। উদ্বোধনী জুটিতে আসে ৬৭ রান, যা পুরো ইনিংসের গতিপথ নির্ধারণ করে দেয়। দিলারা ঝরঝরে ব্যাটিংয়ে করেন ৩৯ রান। আর জুয়াইরিয়া ২২ রান যোগ করে সাজঘরে ফেরেন।
এরপর মাঝের ওভারে কিছুটা গতি কমলেও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারির ব্যাটে আবারও তাণ্ডব শুরু হয়। দুই জনের আগ্রাসী জুটিতে স্কটিশ বোলিং আক্রমণ ভেঙে পড়ে। মাত্র ৩৫ বলে ৫৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জ্যোতি। যেখানে ছিল একাধিক বাউন্ডারি ও ছক্কার মার। অন্য প্রান্তে সোবহানা মোস্তারি ২৩ বলে ৪৭ রান করে ইনিংসকে আরও সমৃদ্ধ করেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৯১। যা টি-টোয়েন্টিতে দলটির ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান।
এই পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ শিবিরে ধাক্কা দেন মারুফা আক্তার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইউরোপীয় দলটি। শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেলেও তারা ৯ উইকেটে মাত্র ১০১ রান তুলতে সক্ষম হয়।
স্কটল্যান্ডের হয়ে পিপা স্প্রাউল সর্বোচ্চ ২৭ রান করেন। মেগান ম্যাককল যোগ করেন ২০। বাংলাদেশের বোলিংয়ে মারুফা আক্তার ছিলেন সবচেয়ে ধারালো। ৩টি উইকেট নেন তিনি। স্বর্ণা আক্তার তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট।
এই জয়ের মাধ্যমে একাধিক মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। রানের ব্যবধানে এটি তাদের তৃতীয় সর্বোচ্চ জয়। পাশাপাশি চলতি বাছাইপর্বে অপরাজিত থাকার ধারাও অটুট রইল। এর আগেই টানা তিন ম্যাচ জিতে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছিল টাইগ্রেসরা।
বিশ্বকাপের আগে এমন দাপুটে পারফরম্যান্স, বিশেষ করে টপ অর্ডারের আত্মবিশ্বাসী ব্যাটিং ও বোলিং আক্রমণের ধার, নিগার সুলতানা জ্যোতির দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলছে। প্রস্তুতির এই ছন্দ যদি মূল মঞ্চেও বজায় থাকে, তাহলে বড় কিছু করার স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ নারী দল। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ক্ষমতায় গেলে কুমিল্লার নামেই বিভাগ করবো
১১ দলীয় জোটের গণজোয়ার দেখে অনেকে দিশেহারা
গোমতির উত্তরেও কুমিল্লা শহর সম্প্রসারণ হবে
চাঁদাবাজ-মাদককারবারীদের ঘুম হারাম করে দেব : হাসনাত আব্দুল্লাহ
চৌদ্দগ্রামে যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা-১০ ও ৪ আসন বিএনপির ৩ প্রার্থীর প্রার্থিতা বিষয়ে সিদ্ধান্ত জানা যেতে পারে রোববার
আজ কুমিল্লায় আসছেন জামায়াত আমীর
কুমিল্লা-৯ আসনে ধানের শীষকে সমর্থন দিয়ে বিদ্রোহীর সরে যাওয়ার ঘোষণা
লাখো জনতার ঐতিহাসিক জনসভা হবে টাউন হল মাঠে-দ্বীন মোহাম্মদ
কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২