সোমবার ২১ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২
নতুন ভোটার: সংশোধনের জন্য আবেদনের শেষ সময় ১৭ জানুয়ারি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ১:৩০ এএম আপডেট: ০৯.০১.২০২৫ ২:০৪ এএম |

নতুন ভোটার:  সংশোধনের জন্য  আবেদনের শেষ  সময় ১৭ জানুয়ারি
নতুন ভোটার হিসেবে যারা অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের তথ্যে কোনো ভুল-ভ্রান্তি থাকলে আগামী ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। এ সংক্রান্ত আবেদন নেবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখা-২’র সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা মাঠ পর্যায়ে পাঠিয়েছেন।
হালনাগাদ করা ভোটার তালিকার গত ২ জানুয়ারি প্রকাশ করা হয়েছে। এরপর ভুল-ভ্রান্তি বা কারো কোনো দাবি আপত্তি থাকলে ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। দাবি আপত্তিগুলোর নিষ্পত্তি করা হবে ৩০ জানুয়ারির মধ্যে। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, হালনাগাদের আগে ভোটার ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। এ হিসেবে ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৫০ শতাংশ।
তিনি বলেন, দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই সময়ের মধ্যে কারো কোনো দাবি বা আপত্তি থাকলে তা জানাতে পারবেন। দাবি আপত্তি জানানোর শেষ সময় ১৭ জানুয়ারি।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কু‌মিল্লার লাকসামে বিএনপির ১০টি ইউনিয়নে দ্বি-বার্ষিক সম্মেলন
মনোহরগঞ্জে নাথেরপেটুয়া মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
এসএসসিতে ভালো ফল অজর্ন করা তিন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা
অনুপ্রেরণার গল্প শুনলেন শিক্ষার্থীরা
নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা নেই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় যাত্রীবাহী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ৮ চাকা লাইনচ্যুত
কুমিল্লা ৬ সদর আসনের সংসদ পদপ্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা দোয়ার মাধ্যমে শুরু
TEDxCoU: অনুপ্রেরণার গল্প শুনলেন শিক্ষার্থীরা
ঢাকায় জামায়াতের সমাবেশে যোগ দিতে কুমিল্লা থেকে যাবেন লক্ষাধিক নেতাকর্মী
কোম্পানীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২