ব্রিটানিয়া
বিশ্ববিদ্যালয় ও জাগো ফাউন্ডেশনের যুব শাখা ভলান্টিয়ার ফর বাংলাদেশ
(ভিবিডি) এর যৌথ উদ্যোগে গত শুক্রবার ২৯ নভেম্বর তিন ঘটিকায় "অনলাইন
সেফটি" শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য
প্রফেসর ডক্টর সুরজিৎ সর্ববিদ্যা, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোজাম্মেল হক,
ইংরেজি বিভাগের চেয়ারম্যান কিশোয়ার জেরিন, আইন বিভাগের চেয়ারম্যান আসমা
আক্তার এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান
অতিথি তার বক্তব্যে এ ধরনের সময় উপযোগী বিষয়ে সেমিনার আয়োজনকে স্বাগত
জানান এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরো করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে
সার্বিক সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন।
টিকটকের পৃষ্ঠপোষকতায় আজকের
সেশনটির শিরোনাম ছিল "সাবধানে অনলাইনে" যার মূল লক্ষ্য ছিল টেকসই উন্নয়ন
লক্ষ্যমাত্রা (ঝউএ) অর্জনের অংশ হিসেবে তরুণ প্রজন্মকে অনলাইনে নিরাপদ
থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহার সম্পর্কে সচেতন
করা।
উক্ত সেমিনারের মূল আলোচ্য বিষয় ছিল:
১. অনলাইনে নিরাপত্তা বজায় রাখা
২. সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহার
৩. অনলাইন বিপদ চিহ্নিত করা
৪. ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিশ্চিত করা
৫. সাইবার বুলিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি
উক্ত
সেশনে প্রধান বক্তা ছিলেন ভিবিডি কুমিল্লা জেলার সভাপতি সাদিয়া আক্তার এবং
প্রকল্প কর্মকর্তা তাফসির আহমেদ। তারা তরুণদের উদ্দেশ্যে অনলাইন
নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরেন এবং কিভাবে সাইবার বুলিং ও ব্যক্তিগত
তথ্যের চুরি প্রতিরোধ করা যায়, সে সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
"সাবধানে
অনলাইনে" সেশনে অংশগ্রহণকারী যুবক-যুবতীরা জানায়, এমন কার্যক্রম তাদের
অনলাইন ব্যবহারে সচেতন হতে সাহায্য করেছে। বক্তারা সামাজিক যোগাযোগ
মাধ্যমের সঠিক ব্যবহার নিয়ে কথা বলার পাশাপাশি অনলাইনে ইতিবাচকতার উপর জোর
দেন।
ভিবিডি কুমিল্লা জেলা এমন উদ্যোগের মাধ্যমে তরুণ সমাজকে টেকসই
উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে, যা ভবিষ্যতে
ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।