আইন-শৃঙ্খলা
রক্ষার স্বার্থে জানুয়ারি মাসে কুমিল্লায় ২৩২টি মোবাইল কোর্টে ১ কোটির
টাকারও বেশি অর্থদ- প্রদান করা হয়েছে। এসব মোবাইল কোর্টে ৪০২টি মামলা দায়ের
করা হয়। ৯ জনকে কারাদ- ও ৩১ জনকে অর্থদ- এবং কারাদ- উভয়ে দ-িত করা হয়েছে।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সবচেয়ে বেশি মোবাইল কোর্ট পরিচালনা করা
হয়। জানুয়ারি মাসে নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন ও নিচু জমিতে বালু দ্বারা
ভরাটকারীদের বিরুদ্ধে ৫৭টি অভিযানে ৫৫টি মামলায় ৪৮ লাখ ৯৫ হাজার টাকা
জরিমানা প্রদান করা হয়।
গতকাল রবিবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের
সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপিত তথ্যে এসব জানা
গেছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমানের
সভাপতিত্বে এ সভায় প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর উর্দ্ধতণ কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুমিল্লা জেলায় গোমতী নদীসহ বিভিন্ন জলাশয়
থেকে কেটে ও ড্রেজারে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ঘটনা আলোচনায় থাকে ।
এসব মাটিখেকোদের ঠেকাতে প্রশাসনের সাঁড়াশি অভিযান পরিচালিত হলেও এই মাটি
ব্যবসা থামানো সম্ভব হয় নি। অভিযানের কারনে কিছুদিন এসব ঘটনা নিয়ন্ত্রনে
থাকলেও প্রশাসনের দৃষ্টি ফাঁকি দিয়ে আবারো শুরু হয় মাটি কাটা।
উপস্থাপিত
তথ্যে জানা গেছে, মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী এবং টাস্কফোর্সের অভিযানে
জেলা টাস্কফোর্স ১২টি অভিযানে ৩ মামলায় ৩ জনকে আটক, পুলিশের ২ হাজার ৪১৯টি
অভিযানে ১৫৭টি মামলায় ১৯১ জন আটক, বিজিবি ১ হাজার ৮ শ ৬০টি অভিযানে ১৫৭টি
মামলা, র্যাবের ৮টি অভিযানে ৮ মামলায় ৯ জন আটক, মাদকদ্রব্য নিয়ন্ত্রন
অধিদপ্তরের ১২০টি অভিযানে ৩৯টি মামলায় ৩৯ জন আটক এবং ১১৫টি অভিযানে ৩টি
মামলা দায়ের করা হয়েছে। এছাড়া কুমিল্লায় মাদক ও চোরাচালান সংক্রান্ত মোট
১৬৮টি মামলা দায়ের এবং ৬৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। এ মাসে ১৯৩টি গ্রাম
আদালতে ৭৪৩টি মামলা দায়ের হয়েছে এবং ৮০৯ টি মামলা নিষ্পত্তি হয়েছে।
সভা
থেকে জানা গেছে, জানুয়ারি মাসে ১৪টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে এবং
১৩ জন আহত হয়েছে। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে দাউদকান্দি ও চৌদ্দগ্রামে এই
দুই উপজেলায়ই ১০টি দুর্ঘটনায় ৯জন প্রাণ হারিয়েছে। জেলায় ৪৯টি অগ্নিকা-ের
দুর্ঘটনা ঘটেছে।