দ্বাদশ
জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক
সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে বরুড়া উপজেলা কলেজ রোড এলাকায় অবস্থিত জাতীয়
পার্টির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের এই ঘোষণা দেন
তিনি। রওশন পন্থী নুরুল ইসলাম মিলন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির
সাবেক সভাপতি। নির্বাচনে তিনি ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন।
এবারের নির্বাচনে ওই আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন ইরফান বিন তোরাব
আলী।
সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম মিলন অভিযোগ করেন, বরুড়ায় নির্বাচনের
অনুকূল পরিবেশ নেই। এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী অন্য ৬/৭ জন প্রার্থীর
এজেন্টদের ‘কিনে নিয়েছেন’। ভোটের দিন এর প্রভাব আপনারা দেখতে পারবেন। আমি
আমার অভিযোগ লিখিত আকারে রিটার্নিং অফিসারকে জানিয়েছি। তিনি বলেন, আমার
পরিবার ও নেতা-কর্মীদের কথা চিন্তা করে, তারা যেনো ক্ষতিগ্রস্ত না হন- তাই
আমি এই সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচনের পর নেতাকর্মী ও সাংবাদিকদের একত্রিত
করে আমার বক্তব্য উপস্থাপন করবো।
এই সময় বরুড়া উপজেলা জাতীয় পার্টির
সাবেক সভাপতি মোঃ আবদুল বারী, সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান ভূইয়া,
জাতীয় পার্টিার নেতা আবু ইউসুফ মানিক, রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।