রোববার ১৫ জুন ২০২৫
১ আষাঢ় ১৪৩২
চৌদ্দগ্রামে ভার্ড কামালের উদ্যোগে দেড় শতাধিক বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ১২:০৭ এএম |


ভার্ড (ঠঅজউ) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর এমরানুল হক কামাল (ভার্ড কামাল) এর নিজস্ব অর্থায়নে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের পন্নারা, মলিয়ারা, ভানুশ্বর ও কাগাইশ গ্রামে দুই ধাপে বন্যা ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) ৫৫ পরিবার ও গত রবিবার (২৫ আগষ্ট) ১১০ পরিবার মোট ১৬৫ পরিবারকে ভার্ড কামাল চক্ষু হাসপাতাল কার্যালয়ে বন্যা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, কানকাপৈত ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার নাজিম উদ্দিন, ইউনিয়ন জামায়াত নেতা জসিম ভেন্ডর, সমাজ সেবক মো: আলাউদ্দিন, মো: আহাদ, মো: ননা মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রত্যেক বন্যার্ত পরিবারকে প্যাকেট ভর্তি চাউল-১০ কেজি, আলু-৩ কেজি, তেল-১লিটার লবন-১ কেজি, মসুরের ডাল-১ কেজি করে দেওয়া হয়। খাদ্য সামগ্রী পেয়ে ভার্ড কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বন্যা দুর্গত  পরিবারের সদস্যরা।
 এমরানুল হক কামাল (ভার্ড কামাল) জানান, "পরবর্তীতে বন্যার্তদের মাঝে আরও খাদ্য সামগ্রী  বিতরণ করা হবে। দ্বিতীয় ধাপে ক্ষতিগ্রস্তদের বাড়ী-ঘর মেরামতের জন্য আর্থিক অনুদান প্রদান করা হবে"।
 জানা যায়, তিনি ভার্ড নামক স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিষ্ঠা করেছে ১৯৮৮ সালে। তিনি ১৯৯৮ সালে সিলেট ও সুনামগন্জ জেলায় ৩টি ভার্ড চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেন ও চৌদ্দগ্রামে ভার্ড কামাল চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে লক্ষ লক্ষ চক্ষু রোগীদর বিনামূল্যে ও স্বল্পমূল্যে আধুনিক চক্ষু সেবা দিয়ে আসছেন।
এছাড়া পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী, প্রতিটি ঈদে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ঈদ বস্ত্র বিতরণ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং শীতকালে শীতবস্ত্র বিতরণ করে বিগত ৪৫ বৎসর থেকে সমাজের অসহায় মানুষের জন্য নিরলসভাবে মানবতার কল্যাণে কাজ করে আসছে।













সর্বশেষ সংবাদ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ।
ধর্মপুর কেন্দ্রীয় ঈদগাহে একশ ২৫ বছরে এই প্রথম ঈদের জামাত
পরিবহন সঙ্কটে কুমিল্লা থেকে ঢাকায় ফিরতে চরম ভোগান্তি
কুমিল্লায় ৪ জনের করোনা শনাক্ত
চান্দিনায় মোটরসাইকেল-ট্রাক্টরের সংঘর্ষ রূপ নেয় গণসংঘর্ষে দুই গ্রামের সংঘর্ষে আহত ৬, থানায় মামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় সন্তানকে খুশি রাখতে হেলিকপ্টারে করে বিয়ে করালেন প্রবাসী বাবা
কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে টাকা পাচারকালে হুন্ডি ব্যবসায়ী আটক
কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদে পড়ে নিহত এক
২৪ ঘণ্টায় ১৩৪ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত
ধর্মপুর কেন্দ্রীয় ঈদগাহে একশ ২৫ বছরে এই প্রথম ঈদের জামাত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২