শাহরাস্তিতে বন্যায় মৎস্য খামার ক্ষতিগ্রস্ত
|
চলমান বন্যা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখিন হয়েছেন মৎস্য খামারীরা। বানের পানি বেড়ে যাওয়ার কারণে প্রায় সব খামারের মাছই পানিতে ভেসে গেছে। কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়েছেন খামারীরা। পুজি হারিয়ে দিশেহারা তারা।
তেমনি একজন ক্ষতিগ্রস্ত মৎস্য খামারী চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সোনাপুর গ্রামে সিরাজ এন্টারপ্রাইজ মৎস্য খামারের সত্বাধিকারী সিরাজুল ইসলাম খোকন।
এবারের বন্যায় তার খামারের প্রায় ১ কোটি টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন তিনি। সিরাজুল ইসলাম খোকন জানান, ৩০ একর জমির উপর প্রতিষ্ঠিত মৎস্য খামারটিতে তিনি দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন।
গত ২২ আগস্ট বন্যার কারণে বাঁধ ভেঙ্গে যাওয়ায় পানিতে মৎস্য খামারটি তলিয়ে যায়। ফলে প্রায় ১ কোটি টাকার মাছ ভেসে যায়। তিনি দু:খ করে বলেন, এই খামারে আমার ৬০ লক্ষ টাকা ব্যাংক লোন রয়েছে। এখন আমি কিভারে লোন শোধ করব। তিনি সরকারের কাছে সার্বিক সহযোগিতা চেয়েছেন এই ক্ষতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য।
|