কুমিল্লার
লালমাইয়ে উপজেলা বিএনপির প্রতিনিধি সভায় হামলার প্রতিবাদে সুষ্ঠু তদন্ত ও
বিচারের দাবিতে গৈয়ারভাঙ্গা বাজারে মানববন্ধন করেছে বিএনপি ও অঙ্গসংগঠন। ২৬
আগষ্ট সোমবার সকালে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তৎকালীন
উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান শাহীন, উপজেলা আওয়ামী লীগের
সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, আবুল খায়ের চেয়ারম্যান ও
শাহাআলমের নেতৃত্বে ২০২৩ সালের ২৬ আগষ্ট উন্দানিয়া গ্রামে মফিজুল ইসলামের
বাড়িতে বিএনপির প্রতিনিধি সভায় সন্ত্রাসী হামলা ও গুলি বর্ষণে উপজেলা
যুবদলের সদস্য সচিব ফিরোজ মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা মনির হোসেন, আব্দুর
রহমান, ইউনিয়ন বিএনপি সভাপতি মফিজুল ইসলাম মারাত্মক ভাবে আহত হন। ওই সময়
তাদের বাড়িঘর লুটপাট ও ভাংচুর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও
সাবেক ইউপি চেয়ারম্যান আমান উল্যাহ আমান, সাবেক ইউপি চেয়ারম্যান ওমর ফারুক
সুমন, কৃষক দল নেতা রফিকুল ইসলাম সুয়া মেম্বার, যুবদল নেতা শহীদুল ইসলাম,
বাহার মজুমদার, হেলাল উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে উপজেলা বিএনপির সদস্য
সচিব ইউসুফ আলী মীর পিন্টু বলেন এই ঘটনার সাথে জড়িত আওয়ামী লীগ ও
অঙ্গসংগঠনের সন্ত্রাসীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির
দাবি জানান।
উপজেলা বিএনপির আহবায়ক মাসুদ করিম বলেন সেদিন যেভাবে হামলা
করা হয়েছে তা নজির বিহীন, আমাদের নেতা সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী
সাহেব সেদিন ওই প্রতিনিধি সভায় আসার কথা ছিলো। তার পূর্বেই আওয়ামী
সন্ত্রাসী বাহিনী হামলা করে আমাদের যুবদলের সদস্য সচিব ফিরোজ মিয়ার পায়ে
গুলি করে এবং মফিজুল ইসলামের বাড়িঘর লুটপাট ও ভাংচুর করে তাকে আহত করে।
আমরা তখন বিচার পাইনি। এই ঘটনার পুনঃ তদন্তের মাধ্যমে দোষীদের
দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।