রোববার ১৫ জুন ২০২৫
১ আষাঢ় ১৪৩২
জাতীয় মৎস্য সপ্তাহে মনোহরগঞ্জে মৎস্য উপকরণ বিতরণ
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ১২:৪৭ এএম |


মোঃ হুমায়ুন কবির মানিক।।
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে নানা বুধবার (৩১ জুলাই) উপজেলা মৎস্য অধিদপ্তরেরে উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।
মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে ওইদিন সকালে মনোহরগঞ্জ উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এছাড়াও পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্য চাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ এবং উপজেলার ৮১ জন জেলের মাঝে স্মার্ট পরিচয়পত্র বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আবদুল মান্নান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মমিনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, সমবায় কর্মকর্তা তানভীর আহমদ, ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারি প্রকৌশলী সুলতান মাহমুদ।
অনুষ্ঠানে সফল মৎস্য চাষী মৈশাতুয়ার সহিদুর রহমান, লক্ষণপুরের ফারুক হোসেন, বান্দুয়াইনের রবিউল হোসেনকে সনদ ও পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, বর্তমানে দেশে মৎস্য উৎপাদিত হয় ৪৯.৭ লাখ মেঃটন। মাছ থেকে প্রানিজ আমিষের শতকরা ৬০ ভাগ আসে। বাংলাদেশ মৎস্য আহরনে বিশ্বে ২য় স্থানে রয়েছে আর ইলিশ মাছ আহরনে বিশ্বে প্রথম স্থানে রয়েছে।
এ সময় উপজেলার মৎস্যজীবী ও মৎস্য চাষী হাসনাবাদের নাওতলার শুক্লা রানি, জ্যোতি রানিসহ উপাজেলার বিভিন্ন এলাকা থেকে আসা মৎস্য চাষীবৃন্দ উপস্থিত ছিলেন।













সর্বশেষ সংবাদ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ।
ধর্মপুর কেন্দ্রীয় ঈদগাহে একশ ২৫ বছরে এই প্রথম ঈদের জামাত
পরিবহন সঙ্কটে কুমিল্লা থেকে ঢাকায় ফিরতে চরম ভোগান্তি
কুমিল্লায় ৪ জনের করোনা শনাক্ত
চান্দিনায় মোটরসাইকেল-ট্রাক্টরের সংঘর্ষ রূপ নেয় গণসংঘর্ষে দুই গ্রামের সংঘর্ষে আহত ৬, থানায় মামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় সন্তানকে খুশি রাখতে হেলিকপ্টারে করে বিয়ে করালেন প্রবাসী বাবা
কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে টাকা পাচারকালে হুন্ডি ব্যবসায়ী আটক
কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদে পড়ে নিহত এক
২৪ ঘণ্টায় ১৩৪ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত
ধর্মপুর কেন্দ্রীয় ঈদগাহে একশ ২৫ বছরে এই প্রথম ঈদের জামাত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২