মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪
২৬ ভাদ্র ১৪৩১
মাঝ আকাশে কাতারের বিমানে ঝাঁকুনি,আহত ১২
প্রকাশ: রোববার, ২৬ মে, ২০২৪, ৮:২১ পিএম |

মাঝ আকাশে কাতারের বিমানে ঝাঁকুনি,আহত ১২মাত্র কয়েক দিন আগেই মাঝ আকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সেরে একটি বিমানে হঠাৎ ঝাঁকুনির ঘটনা ঘটে। ওই ঘটনায় এক যাত্রী নিহত এবং শতাধিক আহত হয়েছিলেন। বিশ্বজুড়ে এই ঘটনা নিয়ে আলোচনার রেশ না কাটতেই এবার মাঝ আকাশে কাতার এয়ারওয়েজের একটি বিমান ঝাঁকুনির শিকার হয়েছে। এই ঝাঁকুনিতে বিমানে থাকা ১২ আরোহীও আহত হয়েছেন। তবে কারও মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।
সিএনএনের খবর অনুযায়ী, রোববার দোহা থেকে ডাবলিনগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঝাঁকুনিতে ১২ জন আহত হয়েছেন। স্থানীয় সময় দুপুর ১টার কিছু আগে ডাবলিনে বিমানটি অবতরণ করে। এরপরই বিমানবন্দর পুলিশ ও ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কর্মীরা যাত্রী ও ক্রুদের জরুরি সেবা দেয়।
এক বিবৃতিতে ডাবলিন বিমানবন্দর বলেছে, কাতার এয়ারওয়েজের বিমানে মোট ১২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ছয়জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য। তারা সবাই আহত হয়েছেন। তুরস্কের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানে এই ঝাঁকুনি হয়।
ডাবলিন বিমানবন্দর আরও বলেছে, তারা যাত্রী ও কর্মীদের সহায়তা করছে। এর জেরে তাদের কাজে কোনো প্রভাব পড়েনি।
এর আগে গত মঙ্গলবার (২১ মে) তীব্র ঝাঁকুনির শিকার হয়ে স্থানীয় সময় ৩টা ৪৫ মিনিটে ব্যাংককে অবতরণ করে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান। বিমানটি লন্ডন থেকে সিঙ্গাপুরে যাওয়ার কথা থাকলেও এই ঘটনার পর থাইল্যান্ডে জরুরি অবতরণ করতে হয়।
সিঙ্গাপুর এয়ারলাইন্স জানায়, বিমানটিতে ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্র ছিলেন। যাত্রী নিহতের ঘটনায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।












সর্বশেষ সংবাদ
আরও ৩৪ জেলায় নতুন ডিসি
ড. ইউনূসের সঙ্গে অর্থনৈতিক সংলাপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
আগামী এশিয়াডে থাকছে না গেমস ‘ভিলেজ’!
কাউন্টি ক্রিকেটে বল হাতে দ্যুতি ছড়ালেন সাকিব আল হাসান
কুমিল্লার নতুন জেলা প্রশাসক আমিরুল কায়সার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার নতুন জেলা প্রশাসক আমিরুল কায়সার
কুমিল্লা সদর দক্ষিণে সূচি, টুটুল, বাবলুসহ ১০৫ জনের বিরুদ্ধে মামলা
সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে কুমিল্লার আদালতে হত্যা মামলা
কুমিল্লায় শহীদ পরিবারের খোঁজখবর নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা
সাবেক এমপি জাহেরেরবিরুদ্ধে কুমিল্লার আদালতেহত্যা মামলা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২