রোববার ৭ ডিসেম্বর ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২
কুবিতে শুরু হয়েছে আন্তঃছায়া জাতিসংঘ সম্মেলন
সাঈদ হাসান, কুবি
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১:৪২ এএম আপডেট: ২৮.০৬.২০২৫ ২:০৮ এএম |

 কুবিতে শুরু হয়েছে আন্তঃছায়া  জাতিসংঘ সম্মেলন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে আন্তঃছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৫। বিশ্ববিদ্যালয়ের ছায়া জাতিসংঘ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ সম্মেলন ২৭ ও ২৮ জুন চলবে। সম্মেলনের সমাপ্তি হবে আগামীকাল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে।
এবারের সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারীরা ইউনাইটেড ন্যাশনস হিউম্যান রাইটস কাউন্সিল, ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ইন্টারন্যাশনাল প্রেস এই  তিনটি পরিষদে কাজ করছেন। 
এ সম্মেলনে ইউনাইটেড ন্যাশনস হিউম্যান রাইটস কাউন্সিল এর আলোচ্য বিষয়বস্তু হলো “ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মানবাধিকার সুরক্ষা নিশ্চিতকরণ।”
অন্যদিকে,  ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের  আলোচনার  বিষয়বস্তু হলো “জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তোলা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং পুষ্টিতে সুষম প্রবেশাধিকার প্রতিষ্ঠা”।
এবিষয়ে ছায়া জাতিসংঘ সংস্থার সভাপতি হাছিন মাহতাব মাহিন বলেন, কূটনৈতিক দক্ষতা, যুক্তি, তথ্য এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। বিশ্ব রাজনীতি সম্পর্কে ধারণা অর্জন এবং দেশের ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণে এ দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আজকের পৃথিবীতে যেখানে সংঘাত নয়, বরং সমাধানের প্রয়োজন বেশি, সেখানে আমরাই ভবিষ্যতের প্রতিনিধি। আমাদের চিন্তা, কথা এবং সাহসী সিদ্ধান্তেই গড়ে উঠবে একটি শান্তিপূর্ণ বিশ্ব, যেখানে যুদ্ধ নয়, শান্তির নীতিই হবে বৈশ্বিক রাজনীতির চালিকাশক্তি।
উল্লেখ্য, প্রতিষ্ঠার সাত বছর পেরিয়ে ছায়া জাতিসংঘ সংস্থা  প্রতিবছর এই সম্মেলনের সফল আয়োজন করে আসছে, যা শিক্ষার্থীদের কূটনৈতিক চর্চার একটি চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হৃদয়বান মানুষ হতে বই পড়ার বিকল্প নেই : ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া
জীবনের বাকি সময়টা নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই-হাজী ইয়াছিন
হাফেজ কল্যাণ সমিতির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় হাফেজ সম্মেলন
অর্থের চাইতে মানুষের আস্থা আমার কাছে অনেক বড় : হাসনাত আব্দুল্লাহ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুরাদনগরে কায়কোবাদের ৫০০ বার কুরআন খতম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ধানের শীষ নিয়েই নির্বাচনের ঘোষণা হাজী ইয়াছিনের
নোয়াখালী পদুয়া দায়রা শরীফের ওরছ আমাগী ১৪ থেকে ১৬ ডিসেম্বর
কুমিল্লায় মক্কা হসপিটালের শুভ উদ্বোধন
জীবনের বাকি সময়টা নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই-হাজী ইয়াছিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২