নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা মহানগর ছাত্রলীগের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা
করা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটিতে কুমিল্লা আইন কলেজের
শিক্ষার্থী নূর মোহাম্মদ সোহেলকে সভাপতি এবং সিসিএন বিজ্ঞান প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশারফ হোসেন মুনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে
স্থান পাওয়া অন্য তিনজন হলেন- সিনিয়র সহ-সভাপতি টিটু মজুমদার, যুগ্ম
সাধারণ সম্পাদক দিদারুল হল আকাশ এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম।
শনিবার
(১১ মে) রাতে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর ছাত্রলীগের সম্মেলন শেষে
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী
আসিফ ইনান এ কমিটির ঘোষণা দেন।
এসময় সাদ্দাম হোসেন বলেন, ‘বাংলাদেশ
ছাত্রলীগের গঠনতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করে সম্মেলনের
কাউন্সিলর-ডেলিগেটদের মতামতের ভিত্তিতে আগামী এক বছরের জন্য কুমিল্লা
মহানগর ছাত্রলীগের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হলো। স্বল্প
সময়ের মধ্যেই কুমিল্লা মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে ‘
দীর্ঘ
৯ বছর পর শনিবার প্রথমবারের মতো কুমিল্লা মহানগর ছাত্রলীগের প্রথম সম্মেলন
অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের
সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।
সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। প্রধান
বক্তা ছিলেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বিশেষ অতিথির বক্তব্য
রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনা, কুমিল্লা
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. আতিক উল্লাহ খোকন, ঢাকা
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজাহারুল কবির শয়ন।