ইসমাইল
নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ওমর ফারুক (২২) নামে এক যুবক গলায় ফাঁস
দিয়ে আত্মহত্যা করেছে। গত ২ ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল ১১ টায় কুমিল্লার
টমসমব্রীজ এলাকায় তার বাসায় সে গলায় ফাঁস দেন বলে জানান তার পরিবার। ওমর
ফারুক ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রমিজ উদ্দিন
ফকিরের বাড়ির শাহপরানের ছেলে।
মৃত ওমফারুকের চাচা সোলেমান ও ভাগিনা
দুলাল হোসেন জানান, ওমর ফারুক ২ বার প্রবাসে গেলেও বিভিন্ন কারণে প্রবাস
থেকে ফেরত আসেন। সে ঋণ করে গত ৭/৮ মাস পূর্বে প্রবাসে (সিঙ্গাপুর) যাওয়ার
পর গত ২ মাস পূর্বে সিঙ্গাপুর থেকে আবার ফেরত আসেন।
ঋণ ও অভাবের কারণে
হতাশা থেকে শুক্রবার সকাল ১১ টায় সবার অগোচরে দরজা বন্ধ করে সিলিং ফেনের
সাথে ফাঁস দেন। পরে পরিবারের লোকজন তার রুমের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি পর
কোন সারা শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে প্রবেশ করে দেখেন ফেনের সাথে ফাঁস
অবস্থায় ওমর ফারুক ঝুলে আছে। পরে পরিবারের লোকজন তাকে কুমেক হাসপাতালে
নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। এ রিপোর্ট লিখা পযন্ত থানায়
অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।