সোমবার ২৬ জানুয়ারি ২০২৬
১৩ মাঘ ১৪৩২
মহানগরীর ৬ নং ওয়ার্ডে এগার দলীয় জোটের নির্বাচনী জনসভা
পাঁচবছর পর্যন্ত শিশুদের ফ্রি খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করবো -দ্বীন মোহাম্মদ
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১:২৩ এএম আপডেট: ২৬.০১.২০২৬ ১:৫১ এএম |



পাঁচবছর পর্যন্ত শিশুদের ফ্রি খাদ্য ও চিকিৎসা নিশ্চিত  করবো -দ্বীন মোহাম্মদ পাঁচবছর পর্যন্ত শিশুদের ফ্রি খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করবো সন্ধা ৬ টায় মহানগরীর শুভপুরে নির্বাচনি সভায় এ কথা বলেন, কুমিল্লা-৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে এগার দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। 
রবিবার (২৫ জানুয়ারি) দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কুমিল্লা মহানগরীর ৬ নং ওয়ার্ডের শুভপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভা করেন তিনি, সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এ সভায় স্থানীয় সামাজিক সংগঠন, পেশাজীবী এবং দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন শুভপুর বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি মতিউর রহমান মোহন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এগার দলীয় জোটের মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন মহানগরীর সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, এবিপার্টির কুমিল্লা জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক,সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসাইন ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মোঃ মুজিবুর রহমান ও গলিয়াড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম ছাত্রশিবির মহানগরীর সভাপতি হাসান আহমেদ, সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েত, অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক মজিবুর রহমানসহ আরও অনেকে।
সভায় ওয়ার্ড সেক্রেটারী এস এম কাদির হোসাইন সানির সঞ্চালনায় বক্তব্য দেন ওয়ার্ড আমীর মোঃ মোজাম্মেল ইসলাম, ৫ নং ওয়ার্ড আমীর আবুল কালাম আজাদ,কুমিল্লা পরিবহন ফেডারেশনের সভাপতি মানবিক ড্রাইভার মোঃ মহিউদ্দিন রিপন, শ্রমিক নেতা মোঃ কলিমুল্লাহ, মোঃ রাসেল, মোঃ হাফিজুর রহমান হৃদয় ওলামা শাখার সভাপতি মাওলানা কামরুজ্জামান গাফফারী,সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এবিপার্টির জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক বলেন, “এগার দলীয় জোটের লক্ষ্য দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। যারা কেন্দ্র দখলের চিন্তা করেন তারা বোকার স্বর্গে বাস করেন। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে পরিবর্তন আসবেই।”
সাবেক ভিপি মোঃ মুজিবুর রহমান বলেন, “সমাজে অশান্তি বিরাজ করছে। মাদকের করাল গ্রাসে সমাজ বিনষ্ট হচ্ছে। যারা মাদককে আশ্রয়–প্রশ্রয় দিচ্ছে তাদের সামাজিকভাবে বর্জন করতে হবে।”
সাবেক কাউন্সিলর মোশাররফ হোসাইন বলেন, “স্থানীয় সমস্যায় কাজী দ্বীন মোহাম্মদ অতীতেও সহযোগিতা করেছেন। নির্বাচিত হলে তিনি আরও কার্যকর ভূমিকা রাখবেন।”
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “ওসমান হাদি গণতন্ত্রের নক্ষত্র ছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের বিচার করতে হবে।”
তিনি আরও জানান, নির্বাচিত হলে পুরাতন গোমতী নদীকে আধুনিকায়ন ও নান্দনিক করে পর্যটন এলাকা গড়ে তোলা হবে। পাশাপাশি নদীর দুইপাড় উঁচু করে শহরকে নিরাপদ করার উদ্যোগ নেওয়া হবে। তিনি কুমিল্লাবাসীর সার্বিক কল্যাণে কাজ করার প্রতিশ্রুতিও দেন,তিনি আরও বলেন, ৬০ উর্ধ্বে এবং ৫ বছরের নিচে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা, গর্ভবতি নারিদের কর্মঘন্টা সহজিকরনসহ পাঁচবছর পর্যন্ত শিশুদের ফ্রি খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। 

 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
দেশ গড়ার পরিকল্পনা জানালেন তারেক রহমান
সমালোচনা করে পেট ভরবে না
কোনো কোনো দল আছে, দেশের মানুষকে ধোঁকা দিতে চায়
কুমিল্লা ১০ আসনে মনোনয়ন ফিরে পেলেন বিএনপি নেতা মোবাশ্বের
নরসিংদীতে কুমিল্লার মেকানিকের আগুনে পোড়া লাশ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
সাত্তার খান শপিং কমপ্লেক্সের ছয় তলার একটি গোডাউনে আগুন
৩০০ ফিটের আদলে বিশাল মঞ্চ, জনসমুদ্রে রূপ নিবে ডিগবাজি মাঠ
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২