কুমিল্লা-৫
(বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে আলোচনার জন্ম
দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টা থেকে
৫টা পর্যন্ত একযোগে দুই উপজেলার ১৭টি ইউনিয়নের সকল ওয়ার্ডে বিএনপির মনোনীত
ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিন জসিমের পক্ষে
গণমিছিল অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, এই প্রথমবারের মতো একই সময়ে সকল
ওয়ার্ডে একযোগে গণমিছিল বের করায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
প্রতিটি পাড়া-মহল্লা, সড়ক ও মহাসড়কে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের
সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়।
এর অংশ হিসেবে বুড়িচং উপজেলার ভারেল্লা
উত্তর ও দক্ষিণ ইউনিয়ন এবং ময়নামতি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের
নেতাকর্মীরা কুমিল্লা–সিলেট মহাসড়কে গণমিছিল বের করেন। অন্যদিকে
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ময়নামতি, নাজিরা বাজার, কালাকচুয়া, মোকাম ইউনিয়নের
কাবিলা, নিমসার ও কোরপাই এলাকায় ধানের শীষের পক্ষে পৃথক পৃথক গণমিছিল
অনুষ্ঠিত হয়।
ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের রামপুর পোস্ট এলাকায় জিহান
ফুটওয়্যার-এর চেয়ারম্যান ও রামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ
শাহজাদা আহমেদ রনির নেতৃত্বে এবং বিএনপির সহযোগিতায় একটি বিশাল মিছিল বের
হয়ে কুমিল্লা–সিলেট মহাসড়কে প্রবেশ করে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মীর
অংশগ্রহণে মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত ছিলেন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক
নেতা মতিউর রহমান হেলাল, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন
মেম্বার রেজভী, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আউয়াল,
উপজেলা বিএনপির নেতা শাহীন আহমেদ, দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের দপ্তর
সম্পাদক সার্জেন্ট নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত
ছিলেন ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মোঃ আব্দুর রশিদ,
যুবদলের সাবেক সভাপতি মোঃ শামীম আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ৫নং
ওয়ার্ড বিএনপির সভাপতি উসমান গণি, শ্রমিক দলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম।
অপরদিকে ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোবারক হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক
আবু মুছা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের
সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীনসহ ৪ ও ৫ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের
বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
নেতৃবৃন্দ বলেন, এই গণমিছিল প্রমাণ
করে কুমিল্লা-৫ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং আগামী
নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত হবে।
