ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জমে উঠেছে
প্রচারণা। এ আসনে বিএনপি’র দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী
হয়েছেন উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন। তিনি কলস প্রতীক বরাদ্দ
পেয়েছেন। প্রতীক বরাদ্দের দিন বিকেলেই তাকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয়
নির্বাহী কমিটি। এরপরও থেমে নেই তার প্রচারণা। উল্টো দ্বিগুণ উৎসাহ নিয়ে
উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার পক্ষে নির্বাচনী
প্রচারণা, ভোট ও সমর্থন প্রার্থনা করে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রচারণা
চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে চান্দিনা উপজেলা বিএনপির
সভাপতি আতিকুল আলম শাওন এর পক্ষে মোকামবাড়ি থেকে একটি প্রচার মিছিলটি বের
করা হয়। মিছিলটি ঢাক-চট্টগ্রাম মহাসড়ক হয়ে বেলাশ্বর দিয়ে বিভিন্ন
গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা পৌর
বিএনপির যুগ্ম-আহবায়ক ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.কামাল হোসেন
কাউন্সিলর, ৪নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি রুহুল আমিন, ৪নং ওয়ার্ড বিএনপির
সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম চারু মিয়া, সাধারণ সম্পাদক মনু মিয়া,
সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, পৌর যুবদল যুগ্ম-আহবায়ক আবু তাহের টিটু,
সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়া, ১নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক
মো. বাদল মিয়া, সিনিয়র সহ-সভাপতি ওয়াদুদ মিয়া, যুবদল নেতা আলমগীর হোসেন,
মো. জাহাঙ্গীর আলম, মো. জুয়েল, মো. আলম, স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তফা
কামাল, মো. রবিউল, ৪নং ওয়ার্ড মৎস্যজীবি দল সভাপতি শাহাবুদ্দিন, সাধারণ
সম্পাদক মো. ইমন, ওয়ার্ড কৃষকদল সভাপতি মো. ওয়াসিম, সাধারণ সম্পাদক মো.
জামাল, শ্রমিকদল ওয়ার্ড সভাপতি মো. আবুল হাসেম, তাঁতীদল নেতা মো. আবু
তাহের, মোস্তফা কামাল কন্ট্রাক্টর, বিএনপি নেতা মো. জাকির, মো. শফিক, মো.
হাকিম, মো. হাসান, মো. আবুল কাসেম, মো. ময়নাল হোসেন মনু, মীর মনির হোসেন
প্রমুখ।
উল্লেখ্য এই আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী
বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। ধানের শীষ প্রতীক নিয়ে তার
নেতাকর্মীরাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
