
বিএনপির
প্রতিষ্ঠাত শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে
কুমিল্লায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা ও
মহানগর বিএনপির আয়োজনে সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লার
ধর্মসাগরপাড়স্থ দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে
কুমিল্লা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উরর
রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন,
কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা-৫
আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম, কুমিল্লা মহানগর
বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক
আশিকুর রহমান ভিপি ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান আমরি, মহানগর
বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান
রাজীবসহ জেলা ও মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা
সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও
সার্বভৌমত্বের অনন্য প্রতীক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। বর্তমান
সংকটময় পরিস্থিতিতে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে জিয়াউর রহমানের
আদর্শ অনুসরণ অপরিহার্য।
আলোচনা শেষে শহিদ জিয়াউর রহমানসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
