চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে দাওয়াত খেতে যাওয়া একই পরিবারের
স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ২৫ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল দিনে-দুপুরে
লুটে নিয়েছে সংঘবদ্ধ চোরচক্র। উপজেলার কনকাপৈত ইউনিয়নের কাগাইশ গ্রামে এ
ঘটনা ঘটে। রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন ভুক্তভোগী শফিকুর রহমান।
থানায়
দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, শফিকুর রহমানসহ পরিবারের সদস্যরা শনিবার
বেলা ১২টার সময় পাশ^বর্তী ইউনিয়নের কাছানিয়া গ্রামে দাওয়াত খাওয়ার
উদ্দেশ্যে বের হয়। দুপুর আড়াইটার সময় দাওয়াত খাওয়া শেষে বাড়ি প্রবেশ করতেই
মুল গেইট ও ঘরের কলাপসিবল গেইটের তালা ভাঙা। পরবর্তীতে ঘরে গিয়ে দেখেন
তিনটি স্টীলের আলমারি ও একটি ওয়ারড্রপ তছনছ করা। সংঘবদ্ধ চোরচক্র আলমারিতে
থাকা ছয়টি স্বর্ণের চেইন, একটি আংটি, একজোড়া ছুড়ি, একজোড়া নেকলেসসহ দশ ভরি
স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা চুরি করে নিয়ে যায়।
ভুুক্তভোগী
শফিকুর রহমান বলেন, পরিবার নিয়ে দাওয়াত খাওয়া শেষে ফিরে এসে দেখি, ঘরের
বাড়ি ও ঘরের গেইটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারিতে থাকা
স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ২৫ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল নিয়ে যায়
চোরচক্র। চোরচক্রের আতঙ্ক থেকে বাঁচতে থানায় অভিযোগ দাখিল করেছি।
নাম
প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর কয়েকজন বলেন, দিনে-দুপুরে এভাবে চুরির ঘটনা
সকলের মাঝে আতঙ্ক বাড়িয়েছে। জনবহুল ধোড়করা বাজারের পাশে এভাবে চুরি মেনে
নেয়া যায় না। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে
প্রশাসনের নিকট অনুরোধ জানাই।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক মুরাদ
হোসেন রোববার বিকেলে বলেন, চুরির ঘটনায় ভুক্তভোগী শফিকুর রহমানের অভিযোগ
পেয়েছি। তদন্ত চলছে।
