আলমগীর হোসেন,দাউদকান্দি।।
কুমিল্লার
দাউদকান্দিতে বেইলী সেতুর পাটাতন ভেঙে গাছের গুঁড়িবোঝাই ট্রাক আটকে গেছে।
এতে গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে মতলব-দাউদকান্দি আঞ্চলিক সড়কে যানবাহন
চলাচল বন্ধ আছে। এ সড়কে চলাচলকারী দাউদকান্দি, চাঁদপুরের মতলব দক্ষিণ ও
কচুয়া উপজেলার একাধিক গ্রামের মানুষ যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
স্থানীয়দের
সঙ্গে কথা বলে জানা গেছে, দাউদকান্দি উপজেলার পূর্ব-দক্ষিণাঞ্চল, মতলব
দক্ষিণ ও কচুয়া উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ সহজ করার জন্য ২০০০ সালের ২১
অক্টোবর খিরাই নদের ওপর বেইলি সেতুটি নির্মাণ করা হয়। দীর্ঘ ২৫ বছর
ব্যবহারের পর এখন সেতুটির পাটাতনগুলো মরিচায় নষ্ট হয়ে গেছে। এ কারণে সেতুর
স্থানে স্থানে ভেঙে গেছে। এ দিয়ে যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। রবিবার
সকালে সেতুর ওপর আটকে থাকা ট্রাকটির গাছের গুঁড়িগুলো নামিয়ে ট্রাকের চালক ও
চালকের সহকারী ট্রাকটি উদ্ধারের চেষ্টা করছেন।
ট্রাক চালকের সহকারী
জাহিদ হাসান বলেন, তাঁরা সড়কের সরকারি গাছের গুঁড়ি বোঝাই করে নারায়ণগঞ্জের
সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাটে নিয়ে যাচ্ছিলেন। সেতুর ওপর উঠে মাঝামাঝি
স্থানে পৌঁছানোর পর সেতুর দুটি স্টিলের প্লেট ভেঙে চাকা আটকে যায়। লাফিয়ে
ট্রাক থেকে নেমে তাঁরা দুজন প্রাণে রক্ষা পেয়েছেন।
স্থানীয় সরকার
প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল
ইসলাম বলেন, গাছের গুড়ি বোঝাই ট্রাকটি ওভারলোডের কারণে এমনটি ঘটেছে।
মেরামতে কয়েকদিন সময় লাগবে। আর ওখনেই একটি পাকা সেতু নির্মাণের প্রস্তাবনা
গত সপ্তাহে এলজিইডি ঢাকার প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
নিরাপদ সড়ক
চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন,
ক্ষতিগ্রস্ত সেতুটি দ্রুত সংস্কার করে প্রাথমিক যান চলাচলে উপযোগী করতে
সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ রইলো।
