আলমগীর হোসেন।।
কুমিল্লার
দাউদকান্দি ও তিতাসে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা, বিয়ার ও বিদেশি মদসহ
তিনজনকে আটক করা হয়েছে। ১৭ জানুয়ারী বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টায়
গোপন তথ্যের ভিত্তিতে দাউদকান্দি উপজেলার গৌরীপুর এবং তিতাস উপজেলার
জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে গোপালপুর
গ্রামের একটি বসতবাড়ি থেকে ইয়াবাসহ একজন এবং গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে
বিয়ারসহ দুইজনকে আটক করা হয়।
অভিযানে মোট ৬০০ পিস ইয়াবা, ২১০ ক্যান ভারতীয় বিয়ার, একটি বিদেশি মদের বোতল এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
আটক
ব্যক্তিরা হলেন, তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের মো. নুরুল ইসলামের
ছেলে শাহপরান (২৭), একই গ্রামের আব্দুল খালেকের ছেলে সাইফুল ইসলাম (২৭) এবং
গোপালপুর গ্রামের মো. নসু মিয়ার ছেলে মো. রবিউল (৩২)।
তিতাস থানার ওসি
মো. আরিফ হোসাইন বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শনিবার রাতে মাদকসহ
তিনজনকে আটক করা হয়েছে। রবিবার আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ার
মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
