রণবীর ঘোষ কিংকর।
ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ চান্দিনা আসনের বিএনপি মনোনীত প্রার্থী
ড. রেদোয়ান আহমেদ বলেছেন আমি ঋণ খেলাপী নই, মনোনয়নপত্রে কোন তথ্য গোপনও
করিনি।
রবিবার (১৮ জানুয়ারী) বিকেলে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি
বলেন- শনিবার দেশের কয়েকটি টেলিভিশন চ্যানেলে সারা দেশে বিএনপি’র মনোনীত
প্রার্থীদের ঋণ খেলাপীর তথ্যের সাথে আমার নাম জড়িয়েও সংবাদ প্রকাশ করা হয়।
উল্লেখিত ওই সংবাদে প্রচার করা হয় আমি একটি ব্যাংকে ৪১ লাখ টাকা ঋণ খেলাপী
এবং অপর একটি ব্যাংকে জিম্মাদার। কিন্তু যারা ওই সংবাদটি প্রচার করেছেন
তারা আমার কোন মন্তব্য না নিয়ে এক তরফা সংবাদ প্রচার করে আমার নির্বাচনী
মাঠে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
প্রকৃতপক্ষে আমি ২০১৫ সালেই উল্লেখিত ঋণ
পরিশোধ করি। যার সকল প্রমাণাদি আমার কাছে আছে। অপরদিকে আমি যে ব্যক্তির
জিম্মাদার হয়েছিলাম সেও তার ঋণ পরিশোধ করেছে। যেহেতু কোন ঋণ নেই সেহেতু আমি
মনোনয়নপত্রের ৯নং কলামে কিছু লেখার প্রশ্নই আসে না। বাংলাদেশ ব্যাংকের
সিআইবি রিপোর্টে আমাকে ঋণ খেলাপী দেখানোর বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
নির্বাচনী
মাঠে যে কোন প্রার্থীর বিরুদ্ধে কোন সংবাদ প্রচার করতে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন। এছাড়া এ সমস্ত মিথ্যা তথ্যের
সংবাদে নেতা-কর্মী ও সমর্থকদের বিভ্রান্ত না হওয়ার আহবান জানান তিনি।
