সরকারি
নিষেধাজ্ঞা অমান্য করে লালমাই পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন। আজ বুধবার (১৪ জানুয়ারি) উপজেলার
বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে মো. তাজুল ইসলামকে ৮ লাখ
টাকা জরিমানা ও মাটি কাটার কাজে ব্যবহৃত ১ টি এস্কেভেটর জব্দ করেছেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
এসময় কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র
জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বিকাল ৫ ঘটিকা থেকে সন্ধ্যা ৭ ঘটিকা
পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর এলাকায়
অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে লালমাই পাহাড়ের মাটি কাটার
ঘটনায় অভিযুক্ত চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বড়ইয়া কৃঞ্চপুর খাঁন বাড়ির
মো. তাজুল ইসলামকে ৮ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর
কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলাম, ফেনী মডেল
থানার সাব-ইন্সপেক্টর জসীম উদ্দিনসহ স্থানীয় বিশিস্ট ব্যক্তিবর্গ উপস্থিত
ছিলেন। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত ১ টি এস্কেভেটর জব্দ করা হয়। জব্দকৃত
এস্কেভেটরটি বর্তমানে উপজেলা পরিষদ মাঠে রয়েছে। লালমাই পাহাড় কাটা
প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে
জানা গেছে।
