
কুমিল্লা
সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহ আলম বলেছেন, নগরীকেপরিস্কার পরিচ্ছন্ন
রাখতেসবাইকে এগিয়ে আসতে হবে। নগরবাসীকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে
নির্ধারিত স্থানে ময়লা আবর্জনা ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। সকলে মিলে
চেষ্টা করলে কুমিল্লাকে একটি পরিচ্ছন্ন ও সুন্দর নগরী উপহার দেয়া সম্ভব
হবে। তিনি আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৮.৩০ ঘটিকার সময় কুমিল্লা সিটি
কর্পোরেশনের আয়োজনে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের জাঙ্গালিয়া কুমিল্লা
কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে একথা
বলেন।
এসময় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা
(ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন, ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী
মাহবুবুর রহমান, কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি
মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন খন্দকার, কুমিল্লা সিটি
কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মো. বশির উল্লা মজুমদার, মোহাম্মদ ইউসুফ, কর
নির্ধারণ কর্মকর্তা ও ২২ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো.
ইকবাল হোসেন ভূঁইয়া, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আলমগীর হোসেন,
অঞ্চল-২ এর বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মাকসুদুল হাসান জুয়েল, কাজী
মাকসুদুর রহমান, সমাজকর্মী মো. আবুল বাসার, ২২ নম্বর ওয়ার্ডের সচিব মো.
আরিফ হোসাইন উপস্থিত ছিলেন।
