প্রশাসনিক
দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অনন্য
দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার
(ইউএনও) মাহমুদা জাহান। একজন দক্ষ প্রশাসক হিসেবেই নয়, বরং একজন মানবিক
মানুষ হিসেবে তিনি ব্রাহ্মণপাড়ার সর্বস্তরের মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে
নিয়েছেন।
দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলার অসহায়, দুস্থ, এতিম ও
সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন
ইউএনও মাহমুদা জাহান। শীত মৌসুমে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে ব্যক্তিগত
তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণ, এতিমখানার শিক্ষার্থীদের সহায়তা, দরিদ্র
পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী প্রদানসহ নানা মানবিক কর্মকাণ্ডে তাকে
সরাসরি মাঠে সক্রিয় দেখা গেছে।
বিশেষ করে উপজেলার এতিম শিক্ষার্থীদের
মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা হয়েও সাধারণ মানুষের কাতারে নেমে এসে তাদের
দুঃখ-কষ্ট শোনেন, সমস্যা সমাধানে আন্তরিক উদ্যোগ নেন এমন দৃশ্য
ব্রাহ্মণপাড়ায় এখন পরিচিত।
ইউএনও মাহমুদা জাহান শুধু মানবিক কর্মকাণ্ডেই
সীমাবদ্ধ নন, তিনি প্রশাসনিক স্বচ্ছতা, সুশাসন ও আইনশৃঙ্খলা রক্ষায়ও কঠোর
ভূমিকা পালন করে আসছেন। অবৈধ ড্রেজার বন্ধে অভিযান, সরকারি জমি রক্ষা,
ভোক্তা অধিকার সংরক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠান তদারকি এবং সামাজিক অপরাধ
প্রতিরোধে তার দৃঢ় অবস্থান উপজেলাবাসীর আস্থা আরও বাড়িয়েছে।
সাধারণ
মানুষ মনে করেন, বর্তমান সময়ে এমন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক সত্যিই
বিরল। তারা বলেন, ইউএনও ম্যাডাম আমাদের কথা শোনেন, সমস্যাকে নিজের সমস্যা
মনে করেন। প্রশাসনের এমন মানবিক মুখ আমরা আগে খুব কমই দেখেছি।
মানবিকতা,
দক্ষতা ও দায়িত্বশীলতার সমন্বয়ে ইউএনও মাহমুদা জাহান ব্রাহ্মণপাড়া উপজেলার
প্রশাসনে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এমন মানবিক নেতৃত্বে
উপজেলার উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার আরও সুদৃঢ় হবে, এমন প্রত্যাশা
এলাকাবাসীর।
