রোববার ১১ জানুয়ারি ২০২৬
২৮ পৌষ ১৪৩২
মুরাদনগরে বাংলাদেশ রিপাবলিকান পার্টির কার্যালয় উদ্বোধন
সাজ্জাদ হোসেন, মুরাদনগর :
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১২:৩৫ এএম |


কুমিল্লার মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ রিপাবলিকান পার্টির উপজেলা প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুমা উপজেলার ১৬ নং ধামঘর ইউনিয়নের খুরুইল দক্ষিণপাড়ায় বুটিয়াকান্দি দরবার শরীফ সংলগ্ন এলাকায় এই কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে শুরু হওয়া এই কার্যক্রমের মধ্য দিয়ে উপজেলায় দলটির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের আসন্ন সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী পীরজাদা মাওলানা এমদাদুল হক। উদ্বোধনী পরবর্তী সমাবেশে তিনি তার নির্বাচনী পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন। তিনি ঘোষণা করেন, আসন্ন নির্বাচনে তিনি ‘হাতি’ প্রতীক নিয়ে লড়বেন।
জনগণের উদ্দেশে মাওলানা এমদাদুল হক বলেন, "আমি যদি নির্বাচিত হতে পারি, তবে সচেতন নাগরিকদের সাথে নিয়ে মুরাদনগর থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আপসহীন যুদ্ধ ঘোষণা করব। মুরাদনগরের পবিত্র মাটিতে আর কোনো মাদক কারবারি বা সন্ত্রাসীর ঠাঁই হবে না।"
নির্বাচনী ইশতেহারের আভাস দিয়ে তিনি আরও বলেন, মুরাদনগরে প্রতিহিংসার রাজনীতি চিরতরে বন্ধ করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা হবে। পাশাপাশি তিনি বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য বিমোচনের ওপর গুরুত্বারোপ করেন। মুরাদনগরের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ‘ঘরে ঘরে গ্যাস সংযোগ’ নিশ্চিত করতে তিনি রাজপথে আপসহীন লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খুরুইল বুটিয়াকান্দি দরবার শরীফের বর্তমান পীর ড. শাহ সুফি এনামুল হক। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং এলাকার মানুষের কল্যাণ কামনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, মাওলানা মফিজুল ইসলাম, আনোয়ারুজ্জামান আনু, মোঃ সহিদুল ইসলামসহ দলীয় স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
বক্তারা বলেন, এই কার্যালয় উদ্বোধনের মাধ্যমে মুরাদনগরে বাংলাদেশ রিপাবলিকান পার্টির কার্যক্রম আরও গতিশীল হবে। সাধারণ মানুষের অধিকার আদায় এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই কার্যালয়টি একটি ভরসাস্থল হিসেবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সবাই সচেতন হলে এদেশে স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিতে পারবে না
আপিলে প্রার্থীতা ফিরে পেলেন কুমিল্লার দুইজন, বাতিল ১
কাগজে-কলমে ওষুধ থাকলেও বাস্তবে নেই
উদ্বোধন বেবিস্টেন্ডে চাঁদা বন্ধ হবে- দ্বীন মোহাম্মাদ
কুমিল্লা দারুস্সুন্নাত দ্বীনিয়া একাডেমীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘দুর্ঘটনার আগে বাস চালকের সঙ্গে যাত্রীদের ঝগড়া হয়’
তরুণদের ভাবনা ও প্রস্তাবনা নিয়ে হাজী ইয়াছিনের সেমিনার
দগ্ধ ৪ জনের মৃত্যু
বুড়িচংয়ে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২