কুমিল্লার
মুরাদনগর উপজেলার নহল মধ্যপাড়া বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত
৪র্থ বার্ষিক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯
জানুয়ারি ২০২৬) বাদ আসর থেকে নহল মধ্যপাড়া কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন
ময়দানে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
মসজিদ কমিটির সভাপতি মো: আব্দুর রাজ্জাক
মাস্টারের সভাপতিত্বে ও খতিব মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে প্রধান
মেহমান ছিলেন আড়াইবাড়ী দরবার শরীফের পীর পীরজাদা গোলাম খাবীর সাঈদী। প্রধান
বক্তার আলোচনা পেশ করেন মহালক্ষীপুর সিনিয়র ফাযিল মাদরাসার আরবি প্রভাষক
মাওলানা মোঃ মিজানুর রহমান আতিকী।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন শায়েখ হাফেজ হাবিবুর রহমান
মিসবাহ ও আড়াইবাড়ী দরবার শরীফের খাদেম হযরত মাওলানা খন্দকার মোঃ তাওহীদুল
ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা মাওলানা এমদাদুল হক।
মোঃ
নজরুল ইসলাম খোকনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই মাহফিলে এলাকার
হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। গভীর রাতে দেশ ও জাতির কল্যাণ
কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।
