
সরকার
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে
কুমিল্লার মুরাদনগরে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন
ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায উপজেলার বাঙ্গরা বাজারে রান্নায় ব্যবহৃত
গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি করায় এবং লাইসেন্স না থাকায় একটি
মামলায় ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খাঁন।
ভ্রাম্যমাণ
আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে
বিক্রি ও লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী
প্রতিষ্ঠানটি থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খাঁন বলেন,
অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা
হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
