জয়ের
ধারাবাহিকতা ধরে রেখে শীতকালীন আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি জাতীয়
ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫–২৬-এ একাধিক ইভেন্টে অসাধারণ সাফল্য অর্জন করেছে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ওশান হাইস্কুল। ক্রিকেট (বালক)
প্রতিযোগিতায় একটানা চতুর্থবারের মতো উপজেলা চ্যাম্পিয়ন হয়ে নিজেদের
অপ্রতিদ্বন্দ্বী অবস্থান আরও সুদৃঢ় করেছে বিদ্যালয়টি। সবচেয়ে উত্তেজনাপূর্ণ
ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী চান্দলা করিম বক্স হাই স্কুল
অ্যান্ড কলেজকে পরাজিত করে শিরোপা জেতে ওশান হাইস্কুল। এর মাধ্যমে তারা
আবারও জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
উল্লেখ্য, এর আগে দলটি দুইবার জেলা পর্যায়েও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন
করেছে। ক্রিকেটের পাশাপাশি অন্যান্য ইভেন্টেও সমান দাপট দেখিয়েছে ওশান
হাইস্কুল। ভলিবলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব ধরে রেখেছে দলটি।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় একক ও দ্বৈত-উভয় বিভাগেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন
হিসেবে শিরোপা পুনরুদ্ধার করেছে শিক্ষার্থীরা। এ ছাড়া দড়িলাফ, দৌড়,
উচ্চলাফসহ মোট ১০টি একক ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানারআপ হয়ে সামগ্রিকভাবে
শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুল। বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির বলেন, নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা এবং
শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের ফলেই শিক্ষার্থীরা এই সাফল্য অর্জন করতে
পেরেছে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখে। আশা করছি, পরবর্তী জেলা ও উচ্চতর পর্যায়ের প্রতিযোগিতাতেও
তারা ভালো ফলাফল উপহার দেবে। উপজেলা পর্যায়ে অপ্রতিদ্বন্দ্বী সাফল্যে
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ
বিরাজ করছে। পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতার জন্য ওশান হাইস্কুলের
শিক্ষার্থীদের প্রতি জানানো হয়েছে অফুরন্ত শুভকামনা।
