কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলার একটি প্রান্তিক শিক্ষা প্রতিষ্ঠান চান্দলা করিম বক্স
হাই স্কুল এন্ড কলেজ আবারও ক্রীড়াঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করেছে।
আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় স্কুলটির বালিকা দল টানা চার বছর-২০২৩,
২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
অন্যদিকে, স্কুলটির ছাত্র দল তিনবার অংশ নিয়ে প্রতিবারই উপজেলা পর্যায়ে
রানার আপ হয়ে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছে। উপজেলা পর্যায়ের
পাশাপাশি জেলা পর্যায়েও স্কুলটির ছাত্রীদের সাফল্য উল্লেখযোগ্য। তারা ২০২৪
সালে মাত্র ১ রানে এবং ২০২৫ সালে শেষ বলে হেরে জেলা পর্যায়ে রানার আপ হওয়ার
গৌরব অর্জন করে। অল্প ব্যবধানে শিরোপা হাতছাড়া হলেও এই লড়াকু
পারফরম্যান্সই এবার তাদের লক্ষ্যকে আরও দৃঢ় করেছে-জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন
হওয়া। এ বিষয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল বলেন, প্রান্তিক
এলাকার সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও আমাদের শিক্ষার্থীরা যে নিষ্ঠা, শৃঙ্খলা
ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে-এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। ছাত্রীদের
এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা পেলে তারাই পারে
অসম্ভবকে সম্ভব করতে। খেলার দায়িত্বে থাকা শিক্ষক সাজ্জাদ হোসেন বলেন, আমরা
শুধু খেলাই শেখাই না, লড়াই করার মানসিকতাও গড়ে তুলি। ১ রান বা ১ উইকেটে
হেরে যাওয়ার কষ্টই এবার তাদের সবচেয়ে বড় শক্তি হয়েছে। ইনশাআল্লাহ, এবার
জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় নিয়ে তারা মাঠে নামবে।একটি
প্রান্তিক উপজেলার স্কুল হয়েও চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজের এই
ক্রীড়াসাফল্য স্থানীয় শিক্ষাঙ্গন ও ক্রীড়ামহলে নতুন অনুপ্রেরণা সৃষ্টি
করেছে। শিক্ষার্থীদের এই অর্জন প্রমাণ করে-মেধা ও পরিশ্রম থাকলে
সীমাবদ্ধতাও সাফল্যের পথে বাধা হতে পারে না।
