নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা
মহানগর ২২ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোঃ মিজানুর রহমান এর
উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর
রহমান মাহমুদ ওয়াসিম। বুধবার বিকেলে ওয়ার্ডের বিভিন্ন এলাকার প্রায় ৫০০ জন
শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
এ
সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে
দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এ ধরনের সামাজিক কার্যক্রম সমাজে মানবিকতা ও
সহমর্মিতা বাড়ায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও
অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। শীতবস্ত্র পেয়ে
উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
