কুমিল্লার
মুরাদনগরে নতুন বছরের শুরুতেই অবৈধ ড্রেজার এবং অস্বাস্থ্যকর খাবারের
বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। গত দুই দিনে উপজেলার
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০টি ড্রেজার মেশিন উচ্ছেদ এবং একটি হোটেলকে
জরিমানা করা হয়েছে।
৪ জানুয়ারি (রবিবার) মুরাদনগর উপজেলার ইউসুফ নগর
এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান। অভিযানে বালু উত্তোলনের কাজে
ব্যবহৃত ২টি ড্রেজার এবং ২ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়। এর আগে ৩
জানুয়ারি বাঙ্গরা বাজার থানার এলখাল এলাকায় অভিযান চালিয়ে ৮টি ড্রেজার ও ৩
হাজার ফুট পাইপ ধ্বংস করে প্রশাসন।
৪ জানুয়ারী সন্ধ্যায় মুরাদনগর বাজারে
হোটেল আল-মদিনায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশ
এবং খাবারে নিষিদ্ধ কেমিক্যাল ও অ্যামোনিয়া ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী হোটেল মালিককে ১০,০০০ টাকা জরিমানা
করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান জানান, অবৈধ
ড্রেজারের বিরুদ্ধে এবং জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের এই জিরো টলারেন্স
নীতি অব্যাহত থাকবে। অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর একটি দল সহযোগিতা
প্রদান করে।
