নিজস্ব
প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসায় জাল সনদে কর্মরত ২৫৬ শিক্ষকের
তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে জমা দেওয়া হয়েছে।
তাদের নেওয়া বেতন-ভাতার অর্থ ফেরতের সুপারিশ করা হয়েছে।
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) পরিচালক সাইফুল ইসলামের সই করা এ সংক্রান্ত একটি তালিকা সম্প্রতি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তালিকা
পর্যালোচনায় দেখা যায়, স্কুল-কলেজে কর্মরত ১২৪ জনের কম্পিউটার সনদ জাল।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ জাল
করেছেন ৭৮ জন। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠানে কর্মরত ৫৪ জনের
সনদ জাল বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ৩ ডিসেম্বর ১ হাজার
১৭২ জন জাল সনদধারী শিক্ষকের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল পরিদর্শন
ও নিরীক্ষা আধিদপ্তর। সেই তালিকায় সবচেয়ে বেশি জাল সনদধারী শিক্ষক ছিল
রাজশাহী বিভাগের জেলাগুলোতে। বিভাগটিতে ৭৭৯ জন জাল সনদধারী শিক্ষক শনাক্ত
করা হয়।
