মঙ্গলবার ৬ জানুয়ারি ২০২৬
২৩ পৌষ ১৪৩২
নির্বাচনে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১২:০৪ এএম |


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় উপদেষ্টা বলেন, “নির্বাচনের সময় মাঠে অবস্থানরত প্রত্যেক পুলিশ সদস্য হবে জনগণের আস্থার প্রতীক।” 
রবিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজধানীর রাজারবাগে ডিএমপি ট্রেনিং একাডেমিতে আয়োজিত এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের ২৩তম ব্যাচের মহড়া ও প্রস্তুতি পর্যবেক্ষণ করেন তিনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। 
পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন নির্বাচন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনের সময় মাঠে অবস্থানরত প্রত্যেক পুলিশ সদস্য হবে জনগণের আস্থার প্রতীক। পুলিশকে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও যোগ করেন, প্রতিটি পুলিশ সদস্যকে ব্যক্তিগত সততা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। উপদেষ্টা এ সময় নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের করণীয় সম্পর্কেও আলোকপাত করেন। 
বিটিআরসি মিডিয়া বিভাগ ও পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই তিন দিনব্যাপী বিশেষ কোর্সটি বর্তমানে ২৩তম ব্যাচে উপনীত হয়েছে। এ পর্যন্ত ১৮ হাজার ১৫০ জন পুলিশ সদস্য সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ডিএমপির ১৯টি ভেন্যুতে ২৮টি ব্যাচে সর্বমোট ২৪ হাজার ৩৪২ জন পুলিশ সদস্যকে এই আধুনিক নির্বাচনি প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে।
পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে দুপুর ১২টা ১০ মিনিটে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজারবাগ পুলিশ লাইনস ত্যাগ করেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
জনগণই সিদ্ধান্ত নিবে দেশ কারা চালাবে
কুমিল্লায় প্রথমবার ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে অল্প খরচে আধুনিক এন্ডোস্কোপিক এডেনোটনসিলেকটমি
ব্রাহ্মণপাড়ায় অভিনব কায়দায় গাঁজা পাচার, ২ নারী গ্রেপ্তার
বেদে সম্প্রদায়ের কষ্টের জীবন কনকনে শীতে খোলা আকাশের নিচে
মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে প্রথম দিনে কুমিল্লা অঞ্চল থেকে ৫টি আপিল দায়ের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিএনপির প্রার্থী কামরুল হুদার কাছে বাখরাবাদ পাওনা পৌনে ১২ কোটি
কুমিল্লায় আজ ‘ভোটের গাড়ি’ কার্যক্রমের উদ্বোধন করবেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার
কুমিল্লায় শুরু হচ্ছে ‘ভোটের গাড়ি’ কার্যক্রম, উদ্বোধন কিছুক্ষণ পর
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন বিএনপি’র দোয়া ও মিলাদ মাহফিল
জনগণই সিদ্ধান্ত নিবে দেশ কারা চালাবে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২