সোমবার ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২
জাতীয় সমাজসেবা দিবসের আলোচনায় ইউএনও
অসহায় মানুষের পাশে থেকে বৈষম্যহীন সমাজ গড়তে চাই
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১২:৫৫ এএম |


কুমিল্লার মুরাদনগরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা দপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান। বক্তব্য রাখেন, মুরাদনগর থানার সাব-ইন্সপেক্টর আব্বাস কবির চৌধুরী, হিলফুল ফুজুল এতিমখানার সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক দুলাল দেবনাথ।
ইউনিয়ন সমাজকর্মী আল আমিনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পল্লী মাতৃ কেন্দ্র কর্মসূচির আওতায় ৬ জনকে ৩ লাখ টাকার ঋণ, ৬ জনকে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ ও ২০২৪-২০২৫ অর্থ বছরে শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী সাহেব আলীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সমাজসেবা অধিদপ্তর নিরলস কাজ করছে। মুরাদনগরের প্রতিটি ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে একটি বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভায় বক্তারা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে আলোচনা করেন। তৃণমূল পর্যায়ে সমাজসেবার কার্যক্রম আরও বেগবান করার জন্য সকল সমাজকর্মীকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সভাপতি উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে সভার সমাপ্তি ঘোষণা করেন। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিএনপির প্রার্থী কামরুল হুদার কাছে বাখরাবাদ পাওনা পৌনে ১২ কোটি
কুমিল্লায় আজ ‘ভোটের গাড়ি’ কার্যক্রমের উদ্বোধন করবেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন বিএনপি’র দোয়া ও মিলাদ মাহফিল
কুমিল্লায় কমেছে শরীষার আবাদ; কম খরচে লাভজনক ফসলেও আগ্রহ হারাচ্ছেন কৃষক
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিএনপির প্রার্থী কামরুল হুদার কাছে বাখরাবাদ পাওনা পৌনে ১২ কোটি
১২ দলীয় জোট প্রধানকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব
কুমিল্লায় ১১ আসনে ৭৬ বৈধ প্রার্থী
প্রার্থিতা ফিরে পেতে আপিলে মানতে হবে ৭ নির্দেশনা
কুমিল্লা জেলা পর্যায়ে শ্রীশ্রী গীতা পাঠ প্রতিযোগিতা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২