প্রযুক্তি
ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়
সমাজসেবা দিবস পালিত হয়েছে।
গতকাল শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা
পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান
সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন
উপজেলা
সমাজসেবা কর্মকর্তা বেলাল হোসেন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। আলোচনা
সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো আবদুল মতিন,
ব্রাহ্মণপাড়া থানার এস আই সুজনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী।
এ
সময় প্রধান অতিথি মাহমুদা জাহান বলেন,সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের
কল্যাণে সমাজসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও মানবিক করার ওপর গুরুত্বারোপ
করেন। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে সমাজসেবাকে আরও কার্যকর
করার আহ্বান জানান তিনি।
