নাঙ্গলকোট
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে " প্রযুক্তি ও মমতায় ,
কল্যাণ ও সমতায় আস্থা সমাজসেবা" এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা
দিবস উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাশেদ মিয়াজীর সভাপতিত্বে উপজেলা পরিষদ
কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী।
বক্তব্য রাখেন, সহকারী
কমিশনার (ভূমি) মিল্টন চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ
জাকারিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন, নাঙ্গলকোট পল্লী
বিদ্যুৎ সমিতি-৪ ডি জি এম মোক্তার হোসেন, মাহিনী জামেয়া ইসলামীয়া দারুল
কোরআন মাহিনী প্রতিষ্ঠাতা মুফতি অলিউল্লাহ, বাম মোবারকপুর এতিমখানা অধ্যক্ষ
মাওলানা মোবারক উদ্দিন মোবারকপুরী, সমাজসেবা অফিসের উচ্চমান সহকারী
আব্দুল মমিন চৌধুরী, আল জমিয়া আল ইসলামিয়া ফয়জুল উলুম সিঙ্গুরিয়া মাদ্রাসা ও
এতিমখানার ছাত্র রহমত উল্লাহ।
মোনাজাত পরিচালনা করেন, নাওগোদা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা অধ্যক্ষ মাওলানা সোলায়মান মীর।
এসময় দুজন প্রতিবন্ধীর মাঝে সুবর্ণ কার্ড প্রদান করা হয়েছে । তারস হলেন, মামুন মিয়া ও আরিফুর হক মিলন।
