ভেনেজুয়েলার
আটক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে তাকে নিজ
বাসভবন থেকে আটকের পর হেলিকপ্টারে এনে মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজে তোলা
হয়। সস্ত্রীক তাকে নেওয়া হচ্ছে ভেনেজুয়েলায়।
সামাজিকমাধ্যম ট্রুথে
প্রকাশিত ছবিতে দেখা গেছে, ছাই রঙের ট্র্যাক স্যুট পরে আছেন মাদুরো। কালো
বন্ধনী দিয়ে তার চোখ বাঁধা। হাতে রয়েছে একটি পানির বোতল।
এছাড়া তার কানে
বিশালাকৃতির হেডফোনও আছে। মাদুরোর পাশে তার স্ত্রী রয়েছেন কিনা সেটি
স্পষ্ট নয়। কারণ ট্রাম্পের প্রকাশিত ছবিতে তার স্ত্রীকে দেখা যায়নি।
এর
আগে ট্রাম্প জানিয়েছিলেন মাদুরো তাদের যুদ্ধজাহাজ ইউএসএস ইও জিমাতে আছেন।
তিনি ফক্স নিউজকে বলেন, “তারা ইউএসএস ইও জিমা জাহাজে আছে, তারা জাহাজে।
তাদের নিউইয়র্কে নেওয়া হবে। হেলিকপ্টারে তাদের প্রথমে প্রাসাদ থেকে বের করে
আনা হয়। তারা হেলিকপ্টারে খুব ভালো একটি ফ্লাইটে করে গেছেন— আমার বিশ্বাস
তারা এই ফ্লাইট খুব পছন্দ করেছেন। কিন্তু মনে রাখুন, মাদুরো ও তার স্ত্রী
অনেক অনেক মানুষকে হত্যা করেছেন।”
সূত্র: সিএনএন
