যৌথ বাহিনীর বিশেষ
অভিযার অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এ গত ২৪ ঘণ্টায় রাজধানীর ৫টি থানা এলাকা
থেকে বিভিন্ন অপরাধে জড়িত ৯৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
(ডিএমপি)।
শুক্রবার (২ জানুয়ারি) শেরে বাংলা নগর থানা পুলিশ বিভিন্ন
অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান চালায়। এ সময় নিয়মিত মামলা,
পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ৫০ জনকে গ্রেফতার করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
এরমধ্যে
ডিএমপির শেরে বাংলা নগর থানা ৫০ জন, মিরপুর মডেল থানা ১১ জন, যাত্রাবাড়ী
থানা ১২ জন, দারুস সালাম থানা ১৪ জন ও রূপনগর থানা পুলিশ ১১ জনকে গ্রেফতার
করা হয়েছে।
এছাড়া একইদিন মিরপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১১ জনকে
গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও দুটি মোবাইল উদ্ধার করা
হয়।
যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানের গ্রেফতার করা হয় ১২ জনকে। তাদের কাছ থেকে তিনটি চাকু ও দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে।
অপরদিকে, দারুস সালাম থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে।
এছাড়া
শনিবার (৩ জানুয়ারি) রূপনগর থানা পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলার
আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে একটি
মোবাইল উদ্ধার করা হয়েছে।
