বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫
১১ পৌষ ১৪৩২
কুমিল্লা-৬ আসনে
জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের মনোনয়ন ফরম সংগ্রহ দাড়িপাল্লায় জনগণের রায় প্রত্যাশা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৫ এএম আপডেট: ২৫.১২.২০২৫ ১:০৪ এএম |

জামায়াত প্রার্থী কাজী  দ্বীন মোহাম্মদের মনোনয়ন ফরম সংগ্রহ দাড়িপাল্লায় জনগণের রায় প্রত্যাশাবশিরুল ইসলাম: 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমরা আজকেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। নির্বাচন জনগণের দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। কুমিল্লা-৬ আসনের জনগণ ইতিপূর্বে অনেক জনপ্রতিনিধিকে দেখেছেন। এবার তারা দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দাড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করবেন ইনশাল্লাহ। জনগণের প্রত্যাশা পূরণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে কুমিল্লা-৬ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কাজী দ্বীন মোহাম্মদ আরো বলেন, এই নির্বাচনের মাধ্যমে যদি আমাদের ওপর দায়িত্ব অর্পিত হয়, তাহলে জনগণের কাছে আমাদের প্রথম বার্তা কুমিল্লাকে একটি আধুনিক কুমিল্লায় রূপান্তরিত করা হবে ইনশাল্লাহ। তিনি দীর্ঘদিন ধরে জমে থাকা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, সুযোগ পেলে দুর্নীতিকে লালকার্ড দেখানো হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, যানজট ও জলাবদ্ধতাসহ জনদুর্ভোগ সৃষ্টিকারী সকল সমস্যার স্থায়ী সমাধান করে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই জামায়াতে ইসলামীর লক্ষ্য। 
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, মু. আব্দুস সাত্তার, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর মু. মোছলেহ উদ্দিন ও অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, নগর সেক্রেটারি মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিল মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী নূরউদ্দিন, কাউন্সিল কাজী গোলাম কিবরিয়া, ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি হাসান আহম্মেদ, সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, কুমিল্লা বারের সভাপতি অ্যাডভোকেট শহিদ উল্লাহ, পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
দেশের পথে তারেক রহমান
দেশে ফিরে তারেক রহমান তিন দিন কোথায় যাবেন, কী করবেন
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা সদরে হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
১০ হাজার নেতা-কর্মী নিয়ে এলডিপি ছেড়ে বিএনপিতে ড. রেদোয়ান
স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফরম নিলেন উপজেলা বিএনপি সভাপতি শাওন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছেন দেড় লক্ষাধিক নেতা-কর্মী
কুমিল্লায় জনসম্মুখে স্ত্রীকে ছুরিকাঘাতেহত্যা!
লালমাইয়ে শিশু ধর্ষণ চেষ্টায় শিক্ষক শ্রীঘরে
কুমিল্লায় ১১ আসনের ৮২ মনোনয়নপত্র সংগ্রহ
ফাজিল স্নাতক পরীক্ষায় বই দেখে লেখার অভিযোগ, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২