দেশনায়ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে
কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সারা দেশের ন্যায় কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর
মোঃ বিল্লাল মিয়া তাঁর নিজ এলাকা কুমিল্লা নগরীর ২ নম্বর ওয়ার্ডের ছোটরা
এলাকায় এই স্বাগত মিছিলের আয়োজন করেন।
মিছিলটি ফৌজদারি আমগাছের মোড় থেকে
শুরু হয়ে ছোটরা পশ্চিম পাড়া, উত্তর পাড়া ও পূর্ব পাড়া প্রদক্ষিণ করে আদালত
চত্বর অতিক্রম করে পুনরায় ফৌজদারি মোড়ে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ২
নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাহিদা আক্তার মুন্নী এবং কুমিল্লা মহানগর
বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ বিল্লাল মিয়া।
এসময় মিছিলে শতশত নারী-পুরুষ
অংশগ্রহণ করেন। তারা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে
বিভিন্ন স্লোগানে নগরীর পরিবেশ মুখরিত করে তোলেন।
স্বাগত মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
