নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লা-ভারত সীমান্তবর্তী রসুলপুর স্টেশনে চট্টগ্রামগামী
চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রিকসহ
পৃথক অভিযানে ৮৭ লাখ টাকার মালামাল জব্দ করেছে কুমিল্লা ১০ বিজিবি
ব্যাটালিয়ন। ২৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা সদর উপজেলার রসুলপুর
স্টেশনে যাত্রা বিরতি করা চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এসব
মালামাল জব্দ করে বিজিবি। বিষয়টি নিশ্চিত করে দশ বিজিবি ব্যাটালিয়নের
অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মীর আলী এজাজ করে জানান, কুমিল্লার সদর
উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরাজ খানের নেতৃত্বে
অভিযান পরিচালিত হয়। এসময় বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত বিশেষ
টাস্কফোর্স ট্রেনটিতে তল্লাশি চালায়।
তিনি জানান, অভিযানকালে ট্রেনের
বিভিন্ন বগি থেকে মালিকবিহীন অবস্থায় ৩৫৬ লাখ ৬৯ হাজার ৮৫০টাকা মূল্যের
অবৈধ ভারতীয় বাজি, ডারবিন ক্রিম ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ
করা হয়। জব্দকৃত এসব পণ্য চোরাচালানের মাধ্যমে সীমান্ত পেরিয়ে দেশের
অভ্যন্তরে সরবরাহের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা
করা হচ্ছে।
এদিকে একই সময়ে কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায়
পৃথক চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে সদর
দক্ষিণ উপজেলার যশপুর বিওপি এলাকায় মালিকবিহীন ৩৪ কেজি গাঁজা, চৌদ্দগ্রাম
উপজেলার বালুজুরী বিওপি এলাকা থেকে ২৫ লাখ ৮ হাজার টাকা মূল্যের ভারতীয়
শাড়ি এবং আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির আওতাধীন কটকবাজার পোস্ট
এলাকা থেকে ২৪ লাখ ৪১ হাজার ৯৪০ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ ভারতীয়
চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় কুমিল্লার
সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সর্বমোট ৮৭ লাখ ৩৮ হাজার ৭৯০ টাকা মূল্যের
মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
