বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫
১১ পৌষ ১৪৩২
চৌদ্দগ্রামে পুলিশ পরিচয়ে বিকাশ দোকানের টাকা লুট
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৪ এএম আপডেট: ২৫.১২.২০২৫ ১:০৩ এএম |





 চৌদ্দগ্রামে পুলিশ পরিচয়ে বিকাশ দোকানের টাকা লুটচৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের পোশাক পরিহিত দুই ব্যক্তি দিন-দুপুরে বিকাশে সাংবাদিকের মালিকানাধীন দোকানের ৬০ হাজার টাকা লুটের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মিজানুর রহমান মিনুর ভাই ফারুক আহাম্মদ খোকন বাদি হয়ে অজ্ঞাতনামা ২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বুধবার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ মোঃ কাউসার।
অভিযোগে উল্লেখ করা হয়, সাংবাদিক মিজানুর রহমান মিনুর ভাই উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফারুক আহাম্মদ খোকন দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার বাজারে ‘মিজান টেলিকম’ বিকাশ দোকান দিয়ে ব্যবসা করে আসছে। বুধবার দুপুরে ১২.৪০ ঘটিকায় পুলিশের পোষাক পরিহিত অবস্থায় অজ্ঞাতনামা দুই ব্যক্তি মোটর সাইকেল যোগে দোকানের আসে। তারা মোটর সাইকেল একটু দূরে রেখে পুলিশ পরিচয় দিয়ে দুইটি বিকাশ নাম্বারে টাকা পাঠানোর কথা বলে। তারা বিকাশ পার্সোনাল ০১৮৮২৫৯৬৬৫৩ ও এজেন্ট ০১৬২৬০৫১০৮২ নাম্বার দেয়। ফারুক আহাম্মদ খোকন তখন পুলিশের কথানুসারে পার্সোনাল নাম্বারে ১০ হাজার টাকা ও এজেন্ট নাম্বারে ৫০ হাজার টাকা পাঠায়। টাকা পাঠানো শেষে পুলিশ পোশাক পরিহিত ব্যক্তি মোবাইল ফোনে কথা বলার বান করে দৌঁড়ে পালিয়ে যায়। তিনি চিৎকার করে দোকান থেকে বের হলেও মোটর সাইকেল চালিয়ে তারা দ্রুত চৌদ্দগ্রামের দিকে চলে যায়। তাদের ব্যবহৃত দুইটি নাম্বার বন্ধ। ঘটনাটি সিসি ক্যামেরায় রেকর্ড রয়েছে। পরবর্তীতে ৯৯৯-এ কল করলে আইনের আশ্রয় নিতে বলা হয়।
ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের সুমন হোসেন ও পাশের দোকানদার মোঃ শাহজাহান বলেন, প্রকাশ্যে দিন-দুপুরে পুলিশের পোশাক পরিহিত দুই ব্যক্তি মিজান টেলিকমে ঢুকে বিকাশের মাধ্যমে ৬০ হাজার টাকা লুট করেছে। পরে তারা মোটর সাইকেল চালিয়ে পালিয়ে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে প্রতারকচক্র এ সাহস করেছে। 
বুধবার রাতে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ মোঃ কাউসার বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে’।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
দেশের পথে তারেক রহমান
দেশে ফিরে তারেক রহমান তিন দিন কোথায় যাবেন, কী করবেন
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা সদরে হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
১০ হাজার নেতা-কর্মী নিয়ে এলডিপি ছেড়ে বিএনপিতে ড. রেদোয়ান
স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফরম নিলেন উপজেলা বিএনপি সভাপতি শাওন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছেন দেড় লক্ষাধিক নেতা-কর্মী
কুমিল্লায় জনসম্মুখে স্ত্রীকে ছুরিকাঘাতেহত্যা!
লালমাইয়ে শিশু ধর্ষণ চেষ্টায় শিক্ষক শ্রীঘরে
কুমিল্লায় ১১ আসনের ৮২ মনোনয়নপত্র সংগ্রহ
ফাজিল স্নাতক পরীক্ষায় বই দেখে লেখার অভিযোগ, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২