চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের পোশাক পরিহিত দুই ব্যক্তি
দিন-দুপুরে বিকাশে সাংবাদিকের মালিকানাধীন দোকানের ৬০ হাজার টাকা লুটের
ঘটনা ঘটেছে। ভুক্তভোগী এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মিজানুর রহমান মিনুর
ভাই ফারুক আহাম্মদ খোকন বাদি হয়ে অজ্ঞাতনামা ২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
করেছেন। বুধবার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু
মাহমুদ মোঃ কাউসার।
অভিযোগে উল্লেখ করা হয়, সাংবাদিক মিজানুর রহমান
মিনুর ভাই উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফারুক আহাম্মদ
খোকন দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার বাজারে ‘মিজান
টেলিকম’ বিকাশ দোকান দিয়ে ব্যবসা করে আসছে। বুধবার দুপুরে ১২.৪০ ঘটিকায়
পুলিশের পোষাক পরিহিত অবস্থায় অজ্ঞাতনামা দুই ব্যক্তি মোটর সাইকেল যোগে
দোকানের আসে। তারা মোটর সাইকেল একটু দূরে রেখে পুলিশ পরিচয় দিয়ে দুইটি
বিকাশ নাম্বারে টাকা পাঠানোর কথা বলে। তারা বিকাশ পার্সোনাল ০১৮৮২৫৯৬৬৫৩ ও
এজেন্ট ০১৬২৬০৫১০৮২ নাম্বার দেয়। ফারুক আহাম্মদ খোকন তখন পুলিশের
কথানুসারে পার্সোনাল নাম্বারে ১০ হাজার টাকা ও এজেন্ট নাম্বারে ৫০ হাজার
টাকা পাঠায়। টাকা পাঠানো শেষে পুলিশ পোশাক পরিহিত ব্যক্তি মোবাইল ফোনে কথা
বলার বান করে দৌঁড়ে পালিয়ে যায়। তিনি চিৎকার করে দোকান থেকে বের হলেও মোটর
সাইকেল চালিয়ে তারা দ্রুত চৌদ্দগ্রামের দিকে চলে যায়। তাদের ব্যবহৃত দুইটি
নাম্বার বন্ধ। ঘটনাটি সিসি ক্যামেরায় রেকর্ড রয়েছে। পরবর্তীতে ৯৯৯-এ কল
করলে আইনের আশ্রয় নিতে বলা হয়।
ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের সুমন
হোসেন ও পাশের দোকানদার মোঃ শাহজাহান বলেন, প্রকাশ্যে দিন-দুপুরে পুলিশের
পোশাক পরিহিত দুই ব্যক্তি মিজান টেলিকমে ঢুকে বিকাশের মাধ্যমে ৬০ হাজার
টাকা লুট করেছে। পরে তারা মোটর সাইকেল চালিয়ে পালিয়ে যায়। আইনশৃঙ্খলা
পরিস্থিতির অবনতির কারণে প্রতারকচক্র এ সাহস করেছে।
বুধবার রাতে
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ মোঃ কাউসার বলেন,
‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায়
আনা হবে’।
