কুমিল্লার
ব্রাহ্মণপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমের
সঙ্গে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময়
সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া
থানা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণপাড়া থানার সাবেক ওসি
মোহাম্মদ সাজেদুল ইসলামের অন্যত্র বদলির পর শূন্য পদে নবাগত ওসি হিসেবে
দায়িত্ব গ্রহণ করেন সাব্বির মোহাম্মদ সেলিম।
মতবিনিময় সভায় নবাগত ওসি
সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
আইনশৃঙ্খলা রক্ষা করা আমার প্রধান কাজ। এ ব্যাপারে আমি আপনাদের কাছে
সহযোগিতা কামনা করি। এছাড়া ব্রাহ্মণপাড়া থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও
মাদক নিয়ন্ত্রণে সাংবাদিকসহ সম্মানিত ব্রাহ্মণপাড়াবাসীর সার্বিক সহযোগিতা
একান্তভাবে কাম্য। তিনি আরও বলেন, সঠিক ও নির্ভুল তথ্যের মাধ্যমে
সাংবাদিকরা ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে সহযোগিতা করবেন এমনটাই প্রত্যাশা
করি।
এসময় তিনি আশ্বস্ত করে বলেন, ব্রাহ্মণপাড়া থানা পুলিশ আইনগত সকল
সহায়তা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করবে, ইনশাল্লাহ। যেকোনো আইনগত সহায়তার
জন্য ব্রাহ্মণপাড়া থানার ডিউটি অফিসার ও ওসির কক্ষ সর্বদা সবার জন্য
উন্মুক্ত থাকবে।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসিকে স্বাগত
জানিয়ে থানা পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি
শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত ব্রাহ্মণপাড়া গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
