কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলা দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে গতকাল (২৩
ডিসেম্বর) মঙ্গলবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে পিটিয়ে আহত করার
খবর পাওয়া গেছে। বর্তমানে ফুরকান নামে আহত ঐ যুবক কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
আহত ফুরকানের বাবা শাহ আলম জানান,
আমাদের পাশাপাশি এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে জসিম গংদের সাথে পূর্ব
শত্রুতা ছিল। এই সূত্রের জের ধরে জসীমউদ্দীন গংরা আমার ছেলেকে বিভিন্ন সময়ে
মেরে ফেলার জন্য পরিকল্পনা করে আসছে। ঘটনার দিন রাতে আমার ছেলেকে একা পেয়ে
মৃত আফাজ উদ্দিন এর ছেলে জসীমউদ্দীন (৩৫), জসীমউদ্দীনের ছেলে হৃদয়
(১৮),মৃত আফাজ উদ্দিনের ছেলে আবু তাহের (৫৫), তার ছেলে ফখরুদ্দিন (২২) ও
জসীমউদ্দীনের ভাই শাহ আলম আমার ছেলেকে ছলিমন্দের বাড়ীর পাশে এলোপাথাড়ি
পিটিয়ে পাশের ডুবায় ফেলে দেয় এবং ডোবার কচুরিপানায় চুবিয়ে রাখেন। পরে
এলাকাবাসীর ঘটনাটি টেরপেয় এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার স্থান
থেকে এলাকাবাসী সহায়তায় আমার ছেলেকে অজ্ঞান অবস্থায় ব্রাহ্মণপাড়া উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থা অবনতি দেখে তাকে
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে সেখানে তিনি মৃত্যুর
সাথে পাঞ্জা লড়ছে। আহত ফুরকানের বাবা শাহ আলম আরো জানান, আমার ছেলের এখনো
জ্ঞান ফিরিনি। অচেতন অবস্থায় রয়েছে। আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে তারা এই
পরিকল্পনা করেন। আমি এর বিচার চাই।
