বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫
১১ পৌষ ১৪৩২
নির্বাচনে জোটপ্রার্থী ও গণভোটে হ্যাঁ বিজয়ী করতে ঐক্যবদ্ধ জামায়াত-ইসলামী আন্দোলন
চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১২:১৪ এএম |


আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী সমমনা ৮ দলীয় জোটের প্রার্থী ও গণ-অভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়নে গণভোটে হ্যাঁ বিজয়ী করতে ঐক্যবদ্ধ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন। বুধবার বিকেলে স্থানীয় একটি অডিটরিয়ামে উভয় দলের নির্বাচনী মতবিনিময় সভায় এমন আশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ। উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, ইসলামী আন্দোলন চৌদ্দগ্রাম দক্ষিণের সভাপতি মাওলানা ক্বারী আবদুল ওহাব, উত্তর শাখা সভাপতি মাওলানা ডাঃ আবুল কালাম, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, ইসলামী আন্দোলন পৌরসভা সভাপতি মাওলানা মোঃ এয়াকুব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবু বক্কর ছিদ্দিক, উপজেলা জামায়াত নেতা মাওলানা সেলিম, আবদুর রহিম, কাজী ইয়াছিন, সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, মোশাররফ হোসেন ওপেল, ইসলামী আন্দোলন চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, সহ-সভাপতি আবদুল কাদের খোকন, উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতী নোমান, দক্ষিণের সহ সাংগঠনিক সম্পাদক ডা: জাহিদ আল কবির, উপজেলা সদস্য আবদুল হাই সুমন, পৌরসভার আইনবিষয়ক সম্পাদক আবদুল কুদ্দুস, অর্থ সম্পাদক ওহিদুর রহমান, দক্ষিণের প্রচার ও যোগাযোগ সম্পাদক আব্দুল আখের, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী মীর হোসেন, বাতিসা ইউনিয়ন সভাপতি মাওলানা ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক মাওলনা মাঈন উদ্দিন, ইসলামী আন্দোলন নেতা আলী আকবরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ইসলামী সমমনা ৮ দলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কুচক্রি মহল ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমরা ঐক্যবদ্ধ আছি, তাই কোন ষড়যন্ত্র কাজে লাগবে না। মানুষ চাঁদাবাজমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামী মতের প্রার্থীকে ভোট দিতে চায়। এজন্য আমরা ঐক্যবদ্ধ থেকে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। তাহলে বিজয় আমাদেরই হবে, ইনশাআল্লাহ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
দেশের পথে তারেক রহমান
দেশে ফিরে তারেক রহমান তিন দিন কোথায় যাবেন, কী করবেন
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা সদরে হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
১০ হাজার নেতা-কর্মী নিয়ে এলডিপি ছেড়ে বিএনপিতে ড. রেদোয়ান
স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফরম নিলেন উপজেলা বিএনপি সভাপতি শাওন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছেন দেড় লক্ষাধিক নেতা-কর্মী
কুমিল্লায় জনসম্মুখে স্ত্রীকে ছুরিকাঘাতেহত্যা!
লালমাইয়ে শিশু ধর্ষণ চেষ্টায় শিক্ষক শ্রীঘরে
কুমিল্লায় ১১ আসনের ৮২ মনোনয়নপত্র সংগ্রহ
ফাজিল স্নাতক পরীক্ষায় বই দেখে লেখার অভিযোগ, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২